Home পরীক্ষা প্রস্তুতি SSC GD Constable Practice Set 01: আজ থেকে আমাদের সঙ্গে প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 01: আজ থেকে আমাদের সঙ্গে প্রস্তুতি শুরু করুন

0
SSC GD Constable Practice Set 01: আজ থেকে আমাদের সঙ্গে প্রস্তুতি শুরু করুন
SSC GD Constable Practice Set 01: আজ থেকে আমাদের সঙ্গে প্রস্তুতি শুরু করুন

২৪ শে নভেম্বর ২০২৩, SSC GD Constable এর বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আবেদন শেষ হওয়ার ২ থেকে ৩ মাসের মধ্যেই লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। এই নিয়োগে প্রায় এক লক্ষের কাছাকাছি যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া না শুরু করলে, প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।

তাই আপনাদের সুবিদার্থে আমরা নতুন SSC GD Constable Practice Set সেশণ শুরু করলাম। আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে এনালাইসিস করে দশটি করে প্রশ্নের সম্ভারে এক একটি প্র্যাকটিস সেট প্রস্তুত করছি। তাই সেল্ফ স্টাডি করার পাশাপাশি প্রতিদিন আমাদের দেওয়া এই স্পেশাল প্র্যাক্টিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

SSC GD এর জন্য সব থেকে ভালো বইয়ের লিস্ট

(1). সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন?

(i) ভিএস আগরওয়াল (ii) লর্ড উলি (iii) রাখালদাস বন্দ্যোপাধ্যায় (iv) এ এল ব্যাসাম 

(2) হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত?

(i) লোথাল (ii) কালিবঙ্গান (iii) রোপার (iv) কোটডিজি

(3). লড আরউইনের পরে ভারতে কে ভাইসরয় পদে নিযুক্ত হয়?

(i) লর্ড রিডিং (ii) লর্ড ওয়াভেল (iii) লর্ড লিনলিথগো (iv) লর্ড উইলিংডন

(4). সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লার্ট কে ছিলেন?

(i) লর্ড কর্নওয়ালিস (ii) উইলিয়াম বেন্টিঙ্ক (iii) লর্ড ডালহৌসি (iv) লড ক্যানিং

(5). ‘ ভারতীয় সমস্যার একমাত্র সমাধান হলো ভারত বিভাজন’ এই উক্তি কার?

(i) মোহাম্মদ ইকবাল (ii) ফজলুল হক (iii) মোহাম্মদ আলী জিন্নাহ (iv) চৌধুরী রহমত আলী 

(6). নেপানগর কি উৎপাদনের জন্য বিখ্যাত?

(i) তামা (ii) মধু (iii) নিউজপ্রিন্ট (iv) কন্টাক্ট লেন্স 

(7). পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি উৎসেচক উৎপন্ন হয়?

(i) টায়ালিন (ii) ইনসুলিন (iii) ট্রিপসিন (iv) পেপসিন  

SSC GD Constable 2023 এর নতুন সিলেবাস

(8). একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে তার ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন?

(i) 18 (ii) 20 (iii) 25 (iv) 35

(9). একটি অনুষ্ঠানে ১০ জন সদস্য একে অপরের সঙ্গে করমর্দন করলেন। তাহলে বলুন মোট করমর্দনের সংখ্যা কত?

(i) 40 (ii) 90 (iii) 20 (iv) 45 

(10). শূন্যস্থান পূরণ করুন 1, 3, 6, 10, 15,___

(i) 12 (ii) 17 (iii) 21 (iv) 25

Ans: (1) রাখালদাস বন্দ্যোপাধ্যায়, (2) লোথাল, (3) লর্ড উইলিংডন, (4) লড ক্যানিং, (5) মোহাম্মদ আলী জিন্নাহ, (6) নিউজপ্রিন্ট, (7) পেপসিন, (8) বিপাক, (9)45, (10) 21.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here