WBPSC Food SI Practice Set 81, দ্রুত প্রস্তুতি পর্ব শুরু করুন

WBPSC Food SI Practice Set 81 আপলোড করা হল। আপনারা যারা এই প্র্যাকটিস সেটের জন্য অপেক্ষা করছিলেন তারা দ্রুত চোখ বলিয়ে নিন। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। তাই যতটুকু সময় হতে পাচ্ছেন, সবটুকু সময় এই পরীক্ষার জন্য কাজে লাগান। 

(১). ভারতীয় বিপ্লবীদের জননী কে?

(i) অ্যানি বেসান্ত (ii) ভগিনী নিবেদিতা (iii) মাতঙ্গিনী হাজরা (iv) মাদাম কামা 

(2). “শের-ই পাঞ্জাব” বলা হয়__

(i) অমর সিং (ii) রণজিৎ সিং (iii) ভগত সিং (iv) লালা লাজপৎ রায় 

(3). “লৌহ মানব” কে?

(i) সরদার বল্লভভাই প্যাটেল (ii) জে এল নেহেরু  (iii) সুভাষচন্দ্র বসু (iv) মহাত্মা গান্ধী     

(4). “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিয়েছিলেন__

(i) ভগৎ সিং (ii) সুভাষচন্দ্র বসু (iii) লালা লাজপৎ রায় (iv) স্যার মোহাম্মদ ইকবাল      

(5). প্রশান্ত মহাসাগরের এল নিনো ভারতের __

(i) মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে (ii) মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে (iii) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস করে (iv) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে  

(6). ভারতীয় মৌসুমি বায়ুকে কি নিয়ন্ত্রণ করে? 

(i) উষ্ণতা (ii) জেট স্ট্রিম (iii) নিন্মচাপ (iv) হিমালয় পর্বতের অবস্থান  

(7). একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কাল মোট তিন দিন। কতদিন পর 1.0 গ্রাম মৌলটি 0.125 গ্রামে পরিণত হইবে? 

(i) ৯ দিন (ii) ২৪ দিন (iii) 12 দিন (iv) ৬দিন 

(8). কাঁচকে  সবচাইতে ভালোভাবে বর্ণনা কখন করা যায়?

(i) ধাতু শংকর রূপ (ii) একটি জেল রূপে (iii) অতি শীতলাকৃত দ্রবণ রূপে (iv) ইউটেকটিক মিশ্রণ রূপে 

(9). “অর্থনৈতিক সংস্কার” __ সালে অনুসৃত হয়। 

(i) ১৯৯০ সালে (ii) ১৮৮৯ সালে (iii) ১৯৯২ সালে (iv) ১৯৯১ সালে 

(10). কোন প্রধানমন্ত্রী মন্ডল কমিশনের সুপারিশ গুলি কার্যে পরিণত করতে চেয়েছিলেন?

(i) ভি পি সিং (ii) ইন্দিরা গান্ধী (iii) পি ভি নরসিমা রাও (iv) চন্দ্রশেখর  

Ans: (1) মাদাম কামা (2) রণজিৎ সিং (3) সরদার বল্লভভাই প্যাটেল (4) ভগৎ সিং (5) মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে (6) হিমালয় পর্বতের অবস্থান  (7) ৯ দিন (8) অতি শীতলাকৃত  দ্রবণ রূপে (9) ১৯৯১ সালে (10) ভি পি সিং 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button