Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Food SI Practice Set 41: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

WBPSC Food SI Practice Set 41: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
WBPSC Food SI Practice Set 41: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
WBPSC Food SI Practice Set 41: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আপনারা যারা wbpsc food sub inspector পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আর প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করছি। যে প্র্যাকটিস সেট গুলিকে দেওয়া প্রশ্নগুলি আগত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন একটি করে প্র্যাকটিসেতে অংশগ্রহণ করে নিজের প্রস্তু থেকে আর শক্তিশালী করে তুলুন।  

(1).  কে `খালসা´ প্রবর্তন করেন?

(i) গুরু নানক   (ii) গুরু গোবিন্দ সিং (iii) গুরু হর গোবিন্দ  (iv) গুরু তেগবাহাদুর  

(2). নিম্নলিখিতদের মধ্য__ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন?

(i) সফদর জঙ্গ   (ii) মীর কাশিম    (iii) হায়দার আলী   (iv) টিপু সুলতান  

(3). রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন__

(i) দেবেন্দ্রনাথ   (ii) রামকৃষ্ণ  (iii) বিবেকানন্দ (iv) রবীন্দ্রনাথ

(4). ‘এশিয়াটিক’ সোসাইটি প্রতিষ্ঠা করেন__

(i) লর্ড মিন্টো    (ii) লর্ড ওয়েলেসসি  (iii) উইলিয়াম হেস্টিংস   (iv) স্যার উইলিয়াম জোন্স  

(5). উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় __

(i) ডুরান্ড লাইন   (ii) ম্যাকমোহন লাইন    (iii) সিকফ্রিড লাইন    (iv) র‍্যাডক্লিফ লাইন

(6). ম্যাকমোহন সীমান্তরেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?

(i) ভারত ও নেপাল   (ii) ভারত ও বাংলাদেশ   (iii) ভারত ও চীন   (iv) ভারত ও পাকিস্তান

(7). নর এপিনেফ্রিনের প্রধান কাজ হল __

(i) কোষের সোসন বৃদ্ধি করা (ii) এপিনেফ্রিন মুক্ত করা    (iii) মূত্র সৃষ্টি করা  (iv) রক্তচাপ বৃদ্ধি করা   

(8). কোন ফাইটোহরমোন বার্ধক্যর জন্য দায়ী?

(i) অক্সিন  (ii) জিব্বেরেলিন   (iii) ইথিলিন   (iv) সাইটোকাইনিন  

(9). ভারতীয় সংবিধান গৃহীত হয় —

(i) নভেম্বর ২৬,১৯৫০ (ii) ডিসেম্বর ৩১,১৯৪৯  (iii) জানুয়ারি ২৬,১৯৫০ (iv) জানুয়ারি ২৬,১৯৪৯  

(10). ভারতীয় সংবিধান একটি সরকার গঠন করে যা তা হলো __

(i) যুক্তরাষ্ট্রীয়  (ii) ঐকিক    (iii) অর্ধ যুক্ত রাষ্ট্রীয়    (iv) এদের কোনোটিই নয়   

Ans: (1) গুরু গোবিন্দ সিং (2) টিপু সুলতান (3) বিবেকানন্দ (4) স্যার উইলিয়াম জোন্স  (5)ম্যাকমোহন লাইন (6) ভারত ও চীন(7) মূত্র সৃষ্টি করা, (8) ইথিলিন, (9) নভেম্বর ২৬,১৯৫০ (10)  অর্ধ যুক্ত রাষ্ট্রীয়

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here