27th September 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs In Bengali 2023

চাকরি প্রার্থীদের জন্য আজ থেকে আমরা Daily Current Affairs – এর নতুন একটি সিরিজ প্রস্তুত করতে চলেছি। যে সিরিজের মাধ্যমে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিবন্ধের আকারে প্রকাশ করা হবে। আপনারা যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্স আপনার চাকরির প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করতে চলেছে। বিশেষ করে যারা WBCS, SI, Bank ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। চলুন আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স লিস্ট দেখে নেওয়া যাক। 

কে ২০২৩ দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছে?

(১). রেখা (২) জয়া বচ্চন (৩) আশা পারেখ (৪) ওয়াহিদা রহমান

Ans: ওয়াহিদা রহমান

১৯৫৬ সালে CID মুভির মাধ্যমে তিনি বলিউডে পা রাখে। ১৯৭২ সালে তিনি ভারত সরকারের থেকে পদ্মশ্রী এবং ২০১১ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন।

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। যা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে দেওয়া হয়। ২০২৩ সালে এই অ্যাওয়ার্ডের 53rd সংস্করণ অনুষ্ঠিত হলো। এই পুরস্কারের মধ্যে রয়েছে একটি স্বর্ণ কমল ও ১০ লক্ষ টাকা। দাদাসাহেব পুরস্কার প্রথম দেওয়া হয় 1969 সালে। প্রথম পুরস্কার পেয়েছিল দেবিকা রানী। ২০১৯ সালে পেয়েছিল রজনীকান্ত এবং ২০২২ সালে পেয়েছিল আশা পারেখ।  

সম্প্রতি কোন সরকার রাসায়নিক মুক্ত চাষাবাদের জন্য ‘মোবাইল ভ্যান প্রোগ্রাম’ লঞ্চ করল?

(১). উত্তর প্রদেশ (২) মহারাষ্ট্র (৩) হিমাচল প্রদেশ (৪) অরুণাচল প্রদেশ

Ans: হিমাচল প্রদেশ

সম্প্রতি ভাবা অটোমিক রিসার্চ সেন্টারে(BARC) কে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন?

(১). অরূপ সিং (২) বিবেক ভাসিন (৩) স্বপন বৈদ্য (৪) তপন মেহতা

Ans: বিবেক ভাসিন

২০২৩ সালের ‘ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইনডেক্স’ এ ভারত কত তম স্থানে রয়েছে?

(১). ৫১ তম (২) ৫২ তম (৩) ৫৩ তম (৪) ৬০ তম

Ans: ৫২ তম

১২১ টি দেশের মধ্যে এই কোয়ালিটি ইনডেক্স সূচক প্রকাশিত হয়। ২০২৩ সালে এই কোয়ালিটি ইনডেক্স সূচকের ফাস্ট পজিশনে রয়েছে ডেনমার্ক,  সেকেন্ড পজিশনে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং থার্ড পজিশনে রয়েছে ফিনল্যান্ড।

‘ইন্ডিয়া এনার্জি সামিট ২০২৩’ কে উদ্বোধন করল?

(১). স্মৃতি ইরানি (২) অনুরাগ ঠাকুর (৩) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (৪) আর কে সিং

Ans: আর কে সিং (নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী)

সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘ সিন্থেটিক অ্যাথলেটিক ট্রাকস’ এর উদ্বোধন করলেন?

(১). অশ্বিনী বৈষ্ণব (২) স্মৃতি ইরানি (৩) নীতিন গড়করি (৪) অনুরাগ ঠাকুর

Ans: অনুরাগ ঠাকুর

সম্প্রতি অনুরাগ ঠাকুর হিমাচল প্রদেশের শিলারুতে অবস্থিত 6 লেনের 200 মিটার সিন্থেটিক অ্যাথলেটিক ট্রাকের উদ্বোধন করেছে। এটি ৮ হাজার ফুট উচ্চতায় দেশের প্রথম ট্র্যাক।

সম্প্রতি কোন রাজ্য সরকার মাত্র ৪৫০ টাকা LPG সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করলো?

(১). মধ্যপ্রদেশ (২) হরিয়ানা (৩) মহারাষ্ট্র (৪) উত্তর প্রদেশ

Ans: মধ্যপ্রদেশ

কেন্দ্রীয় সরকার কত বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর রাজেশ্বর রাওয়ের মেয়াদ বৃদ্ধি করলো?

(১). এক বছর (২) দুই বছর (৩) তিন বছর (৪) চার বছর

Ans: এক বছর

সম্প্রতিক কোন রাজ্য সচিবালয়ের কাজগুলোকে দ্রুত সম্পন্ন করার জন্য ‘ অফিসার ডেস্ক সিস্টেম’ লঞ্চ করল?

(১) মহারাষ্ট্র (২) উত্তর প্রদেশ (৩) তামিলনাড়ু (৪) উত্তরাখন্ড

Ans: উত্তর প্রদেশ

সম্প্রতি কোন দেশ ‘ Markava Mark 5’ নামে যুদ্ধ কামান লঞ্চ করলো?

(১) ইরান (২) ইজরায়েল (৩) কানাডা (৪) ইরাক

Ans: ইজরায়েল

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button