Food SI Practice Set 72: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৭২, প্রস্তুতি নেওয়া শুরু করুন

 যারা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষা ২০২৩ এর ৭২ তম প্র্যাকটিস সেট আপলোড করলাম। আপনারা যারা ইতিমধ্যে ৭১ প্র্যাকটিস সেট, দেখে ফেলেছেন তারা দ্রুত এই নতুন প্রাক্টিস সেটে একবার হলেও চোখ বুলিয়ে নিন। 

(1) গান্ধীজী চম্পারন আন্দোলন করেছিলেন কিসের জন্য?

(i) আইন অমান্য আন্দোলন (ii) হরিজনদের অধিকার সুরক্ষা (iii) নীল চাষীদের সমস্যার সমাধান (iv) হিন্দু সমাজের ঐক্য রক্ষা  

(2). অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়__

(i) ফেব্রুয়ারি 20, 1922 (ii) ফেব্রুয়ারি 11, 1922  (iii) ফেব্রুয়ারি 28, 1922 (iv) ফেব্রুয়ারি 19, 1922    

(3) গান্ধীজীর কাছে অহিংসা ছিল কি ধরণের?

(i) একমাত্র উদ্দেশ্য (ii) কোন উদ্দেশ্যে অর্জনের একটি উপায় (iii) নিষ্ক্রিয় প্রতিরোধ (iv) বিরোধীকে ঘাবড়ে দেওয়ার পন্থ 

(4). “করেঙ্গে ভাইয়া মরেঙ্গে” ডাক দিয়েছিলেন__

(i) মহাত্মা গান্ধী (ii) নেতাজি সুভাষচন্দ্র বসু (iii) আনন্দমোহন বসু (iv) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়  

(5). কোন গ্রহের পরিক্রমণের সময় 12 বছর?

(i) বৃহস্পতি (ii) মঙ্গল (iii) ইউরেনাস (iv) শনি

(6). জারণ ঘটিত ক্ষয় __ 

(i) রাসায়নিক (ii) যান্ত্রিক (iii) বায়ো ফিজিক্যাল (iv) জৈব ক্ষয় 

(7). সবুজ পাতা ও লাল ফুলের উপর লাল আলো  ফেললে কি ধরণের রকঙ দেখাবে?

(i) কালো পাতা ও কালো ফুল (ii) সবুজ পাতা ও লাল ফুল (iii) কালো পাতা ও লাল ফুল (iv) লাল পাতা ও লাল ফুল   

(8). টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কি থাকে?

(i) অবতল লেন্স (ii) উত্তল লেন্স (iii) সম অবতল লেন্স (iv) সম উত্তল লেন্স    

(9). ঘুর্ণ্যমান পরিকল্পনার সময়কাল কোনটি? 

(i) ১৯৭৩-৭৮ (ii) ১৯৭৮-৮৩ (iii) ১৯৮০-৮৫ (iv) ১৯৭০-৭৫

(10). পঞ্চায়েত গুলি কি ধরণের __

(i) কোন কর ধার্য করতে পারে না (ii) কেবল কর ধার্য করতে পারে (iii) কর শুল্ক  তোলা এবং ফী ধার্য আদায় করতে পারে (iv) কেবল সরকারি অনুদান পায়       

Ans: (1) নীল চাষীদের সমস্যার সমাধান (2) ফেব্রুয়ারি 11, 1922 (3) নিষ্ক্রিয় প্রতিরোধ (4) মহাত্মা গান্ধী (5) বৃহস্পতি (6) রাসায়নিক (7) কালো পাতা ও লাল ফুল (8) উত্তল লেন্স (9) ১৯৭৮-৮৩ (10) কর শুল্ক  তোলা এবং ফী ধার্য আদায় করতে পারে।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button