SSC GD Constable Practice Set 08: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 08: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

যারা SSC GD Constable 2023 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে জানিয়ে রাখি আগামীকাল স্টাফ সিলেকশন কমিশন SSC GD র বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে। সুতরাং আপনাদের হাতে প্রস্তুতি নেওয়ার জন্য আর খুব বেশি সময় অবশিষ্ট নেই। তাই নিজের প্রস্তুতি নেওয়ার সাথে সাথে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। কারণ এই প্র্যাকটিস সেটগুলোতে অংশগ্রহণ করলেই বোঝা যায় আপনার প্রস্তুতি কতখানি নিখুঁত হলো। 

(1). নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে?

(i) রেভ জেমস লং (ii) মধুসূদন দত্ত (iii) কালীপ্রসন্ন সিংহ (iv) হরিশচন্দ্র মুখার্জি  

(2). কে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন?

(i) এস এন ব্যানার্জি (ii) ডাবলু সি ব্যানার্জি (iii) চিত্তরঞ্জন দাস (iv) সুভাষচন্দ্র বসু  

(3). নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন __

(i) দেওয়ান চমনলাল (ii) লালা লাজপৎ রায় (iii) সুভাষ চন্দ্র বোস (iv) চিত্তরঞ্জন দাস   

(4). অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস  প্রতিষ্ঠাতা করেছিলেন_π

(i) জে এল নেহেরু (ii) এন এম যোশী (iii) মোজাফফর আহমেদ (iv) লালা লাজপৎ রায়   

(5). ভারতের কোন মাটিতে কার্পাস চাষ সবথেকে ভালো হয়?

(i) পলি মাটিতে (ii) ল্যাটেরাইট মৃত্তিকায় (iii) তরাইতে (iv) কৃষ্ণ মৃত্তিকায়   

(6). ইক্ষু ভারতের কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য?

(i) পাঞ্জাব (ii) বিহার (iii) রাজস্থান (iv) উত্তর প্রদেশ   

(7).  ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান?

(i) দস্তা (ii) লোহা (iii) ম্যাগনেসিয়াম (iv) অ্যালুমিনিয়াম

(8). ব্যক্তিত্বের বিকাশ কোন সময় সর্বাপেক্ষা দ্রুত হয়?

(i) প্রাপ্ত বয়সে (ii) প্রথম শৈশবে (iii) কৈশোরে  (iv) মধ্য বয়সে      

(9). ৪২ তম সংশোধনের মাধ্যমে কোন শব্দগুলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে?

(i) সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ (ii) সার্বভৌম সমাজতান্ত্রিক (iii) গণতান্ত্রিক সাধারণতন্ত্র (iv) ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক   

(10). ভারতীয় সংবিধান কত নম্বর ধারা অনুযায়ী সংশোধন করা যায়?

(i) ৩৬৮ ধারায় (ii) ৩১২ ধারায় (iii) ২৪৯ ধারায় (iv) ৩৯০ ধারায়  

Ans: (1) মধুসূদন দত্ত (2) এস এন ব্যানার্জি, (3)  লালা লাজপত রায় (4) এন এম যোশী (5) কৃষ্ণ মৃত্তিকায়, (6) তুতিকোরিন (7) ম্যাগনেসিয়াম(8) কৈশোরে, (9) সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, (10) ৩৬৮ ধারায়। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button