WBPSC Food SI Practice Set 45: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

WBPSC Food SI Practice Set 45: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আজ আমরা পথ চলতে চলতে WBPSC Food Sub-Inspector এর ৪৫ তম প্র্যাকটিসেটে চলে এসেছি। পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই। তাই এখন থেকেই প্রস্তুতি না নেওয়া শুরু করলে, প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। আমরা আমাদের এই প্র্যাকটিস সেট গুলিতে প্রতিদিন দশটা করে স্পেশাল প্রশ্ন প্রোভাইড করি। যেগুলি আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আর কথা না বাড়িয়ে আজকের প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). সারা ভারত কিষান সভার প্রথম সভাপতি ছিলেন__

(i) সুদিন প্রামানিক (ii) রাম মনোহর লোহিয়া (iii) স্বামী সহজানন্দ সরস্বতী (iv) এম জি রঙ্গ  

(2). সর্বভারতীয় কিষান সভা গঠিত হয়__

(i) ১৯৩৬ (ii) ১৯৪৬ (iii) ১৯২৬ (iv) ১৯৫৬   

(3). সিধু যুক্ত ছিলেন__

(i) কোল বিদ্রোহ (ii) মুন্ডা বিদ্রোহ (iii) সাঁওতাল বিদ্রোহ (iv) সন্ন্যাসী বিদ্রোহ 

(4). কোন সাংবাদিক সর্বতো ভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন?

(i) বারিন্দ্র ঘোষ (ii) হরিশ মুখার্জী (iii) বিপিনচন্দ্র পাল (iv) শিশির কুমার ঘোষ   

(5). নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত__ 

(i) তাপ্তি নদী,গুজরাট (ii) কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ (iii) কৃষ্ণা নদী,কর্ণাটক (iv) মহানদী, ওয়ানাকুবরী 

(6). মাজুলী দ্বীপ অবস্থিত__

(i) কাবেরী নদীতে, কর্নাটকে (ii) মহানন্দা নদীতে, পশ্চিমবঙ্গ (iii) গঙ্গা নদীতে, বিহার (iv) ব্রহ্মপুত্র নদীতে, আসামে 

(7). একটি প্রাপ্তবয়স্কের  হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প  করে তা প্রায় 

(i) 200 লিটার (ii) 340 লিটার (iii) 300 লিটার (iv) 150 লিটার

(8). রক্তচাপ মাপার যন্ত্র__

(i) টোনোমিটার (ii) স্ফিগমোম্যানোমিটার (iii) ব্যারোমিটার (iv) উপরের কোনটাই নয়

(9). অর্থবিল কোথায় উত্থাপিত হতে পারে?

(i) কেবলমাত্র লোকসভায় (ii) কেবলমাত্র পার্লামেন্টের যৌথ সভায় (iii) কেবলমাত্র রাজ্য সভায় (iv) পার্লামেন্টের যেকোনো কক্ষে

(10). পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষে সদস্য নয়?

(i) রাজ্যসভা (ii) বিধান পরিষদ  (iii)  লোকসভা  (iv) বিধানসভা  

Ans: (1) স্বামী সহজানন্দ সরস্বতী (2) ১৯৩৬ (3) সাঁওতাল বিদ্রোহ (4) হরিশ মুখার্জী (5) কৃষ্ণা নদী, কর্ণাটক (6) ব্রহ্মপুত্র নদীতে, আসামে  (7) লসিকা নালী (8) স্ফিগমোম্যানোমিটার (9) কেবলমাত্র লোকসভায় (10) রাজ্যসভা 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button