PSC Clerkship Practice Set 46: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আমরা আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই 45টি Practice Set আপলোড করেছি। যারা এখনও পর্যন্ত সমস্ত প্র্যাক্টিস সেট দেখে ফেলেছেন, তারা একদম ৪৬ তম প্রাকটিস সেটটাকে দেখে নিন। এই PSC Clerkship Practice Set গুলি খুবই স্পেশাল। আপনারা দ্রুত নতুন প্র্যাক্টিস সেটটাকে দেখে নিন। 

(১). প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন কে? 

(i) আলাউদ্দিন খিলজি (ii) ইলতুৎমিস (iii) ইব্রাহিম লোদী (iv) মহম্মদ বিন তুঘলক    

(2). দিল্লি সুলতানির প্রতিষ্ঠা কে করেছিলেন?

(i) আলাউদ্দিন খিলজি (ii) ইলতুৎমিস (iii) কুতুব উদ্দিন আইবক (iv) মহম্মদ বিন তুঘলক   

(3) ফুতুহ-উস-সালাতিন কে লিখেছিলেন?

(i) ইসামী (ii) বরনী (iii) বতুতা (iv) নাসরু         

(4). দোকানী মুদ্রা __চালু করেছিলেন.

(i) ইলতুৎমিস (ii) বলবন (iii) মোহাম্মদ বিন তুঘলক (iv) রাজিয়া     

(5). পশ্চিমবঙ্গে মূলত __ কারনে বর্ষা হয়। 

(i) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা   (ii) দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (iii) আরব সাগরীয় শাখা ভারতীয় মৌসুমি বায়ু (iv) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু 

(6). কয়লাখনি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ কি

(i) Faulting (ফলটিং) (ii) Slumping (স্লাম্পিং) (iii) খনির ভিতরে বন্যা (iv) যথেষ্ট পরিমানে Stowing (স্টোয়িং) না করা

(7). ওজোন স্তরের ক্ষয়ের জন্য কি দায়ী?

(i) কার্বন-ডাই-অক্সাইড (ii) কার্বন মনোক্সাইড (iii) মারকিউরিক অক্সাইড (iv) ক্লোরোফ্লুওরো কার্বন      

(8). প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় __

(i) জিপসাম (ii) গ্রাফাইট (iii) লেড }(iv) জিংক  

(9). ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম__ 

(i) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ii) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (iii) ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (iv) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 

(10). ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(i) ১৯৪০ (ii) ১৯৩৫ (iii) ১৯৪৯ (iv) ১৯৪৭

Ans: (1) আলাউদ্দিন খিলজি (2) কুতুব উদ্দিন আইবক (3) ইসামী (4) মোহাম্মদ বিন তুঘলক (5) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা (6) যথেষ্ট পরিমানে Stowing(স্টোয়িং) না করা (7) ক্লোরোফ্লুওরো কার্বন (8) জিপসাম (9) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (10) ১৯৩৫। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button