Food SI Practice Set 68: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৬৮, প্রস্তুতি নেওয়া শুরু করু 

প্রতিদিনের মতো আজকেও আমরা WB food sub-inspector প্র্যাকটিস সেট সেশনের নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। ইতিমধ্যেই বহু ছাত্র এবং শিক্ষকরা এই প্র্যাকটিস সেটের অনেক সুনাম করেছে। আমরা আপনাকে জানিয়ে রাখি এই প্র্যাকটিস সেট গুলিতে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া হয়, তা যথেষ্ট এনালাইসিস করার পরে সিলেক্ট করা হয়। তাই এই প্র্যাকটিস সেট গুলিতে নিয়মিত অংশগ্রহণ করতে পারলে, আপনি খুব সহজেই এই পরীক্ষার সিলেবাসটি কভার করতে পারবেন। সাফল্য পেতে তাই প্রতিদিন আমাদের এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করেন।  

(1). মুম্বাইতে কোন বছর নৌ বিদ্রোহ ঘটেছিল?

(i) 1944 (ii) 1942 (iii) 1946 (iv) 1945  

(2). ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণ চালিয়েছিলেন__

(i) ভগৎ সিং (ii) রাসবিহারী বসু (iii) অজিত সিং (iv) ক্ষুদিরাম বোস  

(3) ভারতে নৌ বাহিনীর বিদ্রোহের সূত্রপাত ঘটেছিলো__

(i) 1945 খ্রি:-র ফেব্রুয়ারি (ii) 1944 খ্রি:-র ডিসেম্বর (iii) 1946 খ্রি:-র আগস্ট (iv) 1946 খ্রি:-র ফেব্রুয়ারী 

(4). মিরাট ষড়যন্ত্র মামলা কবে থেকে শুরু হয়েছিল?

(i) ১৯৩৪ সালে (ii) ১৯২৯ সালে (iii) ১৯৩১ সালে (iv) ১৯৪২ সালে

(5). ভারতের রেলওয়ে বোর্ড কোন বছর স্থাপিত হয়েছিল?

(i) ১৯১৯ (ii) ১৯০৫ (iii) ১৯৪৭ (iv) ১৯৩৫ 

(6). ল্যাম্পস (LAMPS) বলা হয় __

(i) বৃহৎ বহুমুখী সমবায় সমিতি (ii) সিল্ক সমবায় (iii) বৃহৎ বহুমুখী বিদ্যুৎ প্রকল্প (iv) বৃহৎ বহুমুখী জল সঞ্চয় প্রকল্প 

(7). কখন দুটি বস্তুর উষ্ণতা সমান হয়?

(i) ওদের আপেক্ষিক তাপ সমান (ii) ওদের মধ্যে তাপের পরিমাণ সমান (iii) ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান-প্রদান ঘটবে না (iv) ওদের তাপ ধারণ ক্ষমতা সমান  

(8). তাপের মাধ্যমে দুই বা ততোধিক বরফখন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে?

(i) বিকিরণ (ii) কঠিনীভবন (iii) পুনঃশিলী ভবন (iv) কোনোটিই নয়  

(9). কোনটি বার্ষিক পরিকল্পনার কাল ছিল?

(i) ১৯৬৬ – ৬৯ (ii) ১৯৬৯ – ৭৪ (iii) ১৯৭৮ – ৭৯ (iv) ১৯৫১ – ৫৬  

(10). __ পরিকল্পনার সময় ঘাটতি অর্থসংস্থানের লক্ষ্যকে শূন্য ধরা হয়েছিল?

(i) তৃতীয় পরিকল্পনা (ii) প্রথম পরিকল্পনা (iii) নবম পরিকল্পনা (iv) সপ্তম পরিকল্পনা   

Ans: (1) 1946 (2) রাসবিহারী বসু (3) 1946খ্রি:-র ফেব্রুয়ারী (4) ১৯২৯ সালে (5) ১৯০৫ (6) বৃহৎ বহুমুখী সমবায় সমিতি (7) ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান-প্রদান ঘটবে না (8) পুনঃশিলী ভবন (9) ১৯৬৬ – ৬৯ (10) নবম পরিকল্পনা

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button