কারেন্ট অ্যাফেয়ার্স 29th November 2023, চাকরির পরীক্ষায় 100% গুরুত্বপূর্ণ

কারেন্ট অ্যাফেয়ার্স 29th November 2023, চাকরির পরীক্ষায় 100% গুরুত্বপূর্ণ

আপনারা কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নিচ্ছেন? যদি নিয়ে থাকেন তাহলে আপনাকে অনেক শুভেচ্ছা। কারণ, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কোন চাকরির পরীক্ষা পাশ করা প্রায় অসম্ভব। দ্রুত সাফল্য পাওয়ার জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন প্রস্তুত রাখুন। আর কথা না বাড়িয়ে চলুন আজকেরের অর্থাৎ 29th November 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেওয়া যাক। 

26th BSF world billiards Championship title সম্প্রতি কে জয়লাভ করল?

(i) সৌরভ কোঠারি (ii) q (iii) ভাস্কর বালাচন্দ্র (iv) রবার্ট হল

South Indian Bank এর অতিরিক্ত পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) লক্ষ্মী রামকৃষ্ণ শ্রীনিবাস (ii) শ্রীনিবাসন নারায়ণ (iii) অজয় সিনহা (iv) মেঘা কাপুর

সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মারা গিয়েছেন, তার নাম কি ছিল?

(i) সুজাতা মনোহর (ii) রুমা পাল (iii) আর ভানুমতি (iv) ফাতেমা বিবি

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স তাদের দলের নতুন মেন্টর হিসেবে কাকে নিযুক্ত করল?

(i) অজয় জাদেজা (ii) রাহুল দ্রাবিড় (iii) গৌতম গম্ভীর (iv) যুবরাজ সিং 

সম্প্রতি ভারতের কোন রাজ্য মহিলাদের নিরাপত্তা হেতু ‘ safe City project’ চালু করলো?

(i) মধ্যপ্রদেশ (ii) বিহার (iii) উত্তর প্রদেশ (iv) অন্ধ্রপ্রদেশ

সম্প্রতি বিশ্বের বৃহত্তম single site সৌর বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হলো?

(i) কাতার (ii) সংযুক্ত আরব আমিরাত (iii) মার্কিন যুক্তরাষ্ট্র (iv) ভারত

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তাদের কোন শহরে ‘ Vidya Samiksha Kendra’ র উদ্বোধন করলেন?

(১) মানালি (২) শিমলা (৩) সোলান (৪) ধর্মশালা

 ভারতের কোন রাজ্য সরকার ‘ water smart kid campaign’ শুরু করলো?

(১) তামিলনাড়ু (২) মেঘালয় (৩) উত্তরাখন্ড (৪) হরিয়ানা

কে ভারতে UN external auditors panel এর vice chairman পদে নিযুক্ত হলেন?

(i) গিরিশচন্দ্র মুর্মু (ii) মনোজ সিনহা (iii) তুষার মেহতা (iv) এন কে সিং 

সম্প্রতি ‘Ghol’ মাছকে কোন রাজ্যের ‘State Fish’ হিসেবে ঘোষণা করা হলো?

(i) উত্তর প্রদেশ (ii) গুজরাট (iii) তামিলনাড়ু (iv) হরিয়ানা

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button