PSC Clerkship Practice Set 1: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই ক্লার্কশিপ পদের জন্য খুব বড় একটি নিয়োগ অনুষ্ঠিত চলেছে। বর্তমান নিয়োগগুলিতে প্রতিযোগিতা প্রচুর। একটি মাধ্যমিক পাস যোগ্যতার নিয়োগে গ্রাজুয়েট, PHD হোল্ডাররা আবেদন করে। সুতরাং বুঝতেই পারছেন এই পরীক্ষাগুলিতে কি ধরনের প্রতিযোগিতা হতে চলেছে। এই প্রতিযোগিতার মধ্যেও টিকে থাকার জন্য, আপনার একটাই উপায় রয়েছে। তারপরও সেল্ফ স্টাডি এবং প্র্যাকটিস সেটে। একমাত্র প্র্যাকটিস সেট গুলি থেকেই বোঝা যায় যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে।

আজ থেকে PSC Clerkship এর নতুন এই সিরিজটি শুরু করা হল। ক্লার্কশিপের নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য আজ থেকেই আমাদের দেওয়া এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করা শুরু করুন।

(1). গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন __ 

(i) খ্রী:পূ 523 (ii) খ্রী:পূ 563 (iii) খ্রী:পূ 602 (iv) খ্রী:পূ 623

(2). এগুলির মধ্যে কোনটি একটি কুলোপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ?

(i) বিনয় পিটক (ii) সূত্র পিটক (iii) দীপবংশ (iv) অভিধম্মপিটক 

(3). কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেন?

(i) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (ii) সমুদ্রগুপ্ত (iii) কুমারগুপ্ত (iv) স্কন্দগুপ্ত

(4). বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন?

(i) গন্ধাতা (ii) ধেকেতা (iii) ময়ূরর্ধ্বজ (iv) দিব্য

(5). হুমায়ুননামার রচয়িতা কে?

(i) ফইজি (ii) আবুল ফজল (iii) গুলবদন বেগম (iv) বাদাউনি 

(6). আকালি আন্দোলন কবে শুরু হয়?

(i) 1911 (ii) 1901 (iii) 1931 (iv) 1921

(7). বালিয়াড়ি নিম্নলিখিত কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ__

(i) পশ্চিম রাজস্থান (ii) পূর্ব রাজস্থান (iii) গুজরাট (iv) পাঞ্জাব

(8). ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত?

(i) পাললিক শিলা (ii) প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা (iii) লাভা প্রবাহ (iv) পলিমাটি

(9). ভারতের কয়লা প্রধানত__

(i) বিটুমিনাস (ii) এন্থরাসাইট (iii) পিট (iv) লীগনাইট

(10). ফল পাকাতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়?

(i) অ্যাসিটিলিন (ii) ইথিলিন (iii) পলিভিনাইল ক্লোরাইড (iv) মিথেন

Ans: (1) খ্রী:পূ 563, (2) দীপবংশ, (3) স্কন্দগুপ্ত, (4) দিব্য, (5) গুলবদন বেগম, (6) 1921, (7) পশ্চিম রাজস্থান, (8) প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা, (9) কলকাতা ৫ ঘন্টার বেশি এগিয়ে, (10) ইথিলিন। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button