আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 26th October 2023, সমস্ত চাকরি পরীক্ষার 100% কমন আসবে

26th October 2023 এর Current Affairs এ দ্রুত চোখ বুলিয়ে রাখুন। এই আর্টিকেলে উল্লেখ করা খবর গুলি আগামীকাল অর্থাৎ 25 শে অক্টোবরের ঘটে যাওয়া ঘটনা। কম্পেটেটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সেল্ফ স্টাডির পাশাপাশি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিতে চোখ বুলিয়ে রাখুন। 

Housing and Urban Development Corporation Limited (HUDCO) র নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

(i) অর্জুন গুপ্তা (ii) সঞ্জয় কুলশ্রেষ্ঠ (iii) অমর শর্মা (iv) গগন মেহতা

Ans. সঞ্জয় কুলশ্রেষ্ঠ

২০২২-২৩ সালে ভারতের কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের অংশগ্রহণের হার কত শতাংশ হল? 

(i) ৩৭% (ii) ৩৮% (iii) ৩৯% (iv) ৪০%

Ans. ৩৭%

Global pension index 2023 এ ভারত কত তম স্থানে অবস্থান করছে?

(i) 39 (ii) 41 (iii) 43 (iv) 45

Ans. 45

সম্প্রতি ভারতের কোন রাজ্যে কাটি বিহু উৎসব পালিত হচ্ছে?

(i) ত্রিপুরা (ii) আসাম (iii) মেঘালয় (iv) উত্তরপ্রদেশ  

Ans. আসাম

কোন খেলোয়াড় Abu Dhabi Masters Badminton 2023 পুরুষ একক শিরোপা 

(i) Victor Axelsen (ii) Mads Christophersen (iii) Kodai Naraoka (iv) Lin Dan 

Ans. Mads Christophersen

বিশ্বে প্রথম Ai Wallet লঞ্চ করলো কোন কোম্পানি?

(i)  Rasoer. Ai (ii) Midnight Journey (iii) Persistent System (iv) Kelloton 

Ans. Rasoer. Ai

কোন ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে যুবরাজ সিংয়ের দ্রুততম ৫০ রান করার রেকর্ড ভেঙে দিলেন?

(১) রবীন্দ্র যাদেজা (২) আশুতোষ শর্মা (৩) মোহাম্মদ সামি (৪) শুভমান গিল

Ans. আশুতোষ শর্মা

জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়?

(১) 15 শে অক্টোবর (২) 19 শে অক্টোবর (৩) 20 শে অক্টোবর (৪) 21 শে অক্টোবর

Ans. 20 শে অক্টোবর

বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়?

(১) 13শে অক্টোবর (২) 19শে অক্টোবর (৩) 20শে অক্টোবর (৪) 21শে অক্টোবর 

Ans. 20শে অক্টোবর

Iron Beam নামে মিসাইল ডিফেন্স সিস্টেম সফল ভাবে পরীক্ষা করল কোন দেশ?

(১) ইজরায়েল (২) জার্মানি (৩) ভারত (৪) উত্তর কোরিয়া

Ans. ইজরায়েল

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button