Food SI Practice Set 61: এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রশ্ন কমন পাবেন

WBPSC Food SI Practice Set 61 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

আজকে আমাদের WBPSC Food SI পরীক্ষা 2023 এর ৬১ তম প্রাকটিস সেট। এই প্র্যাকটিস সেট গুলিকে আমাদের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা প্রস্তুত করে চলেছি। যে সমস্ত চাকরিপ্রার্থী, ইতিমধ্যেই এই  চাকরির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন, তাদেরকে আমরা নিজের প্রস্তুতির সাথে সাথে, প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করার পরামর্শ দিচ্ছি। কারণ এই প্র্যাকটিস সেটগুলোতে অংশগ্রহণ করলেই, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে, সিলেবাসের কোন জায়গাটিকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। তাই সময় নষ্ট না করে আজকের নতুন প্র্যাকটিস সেটে দ্রুত চোখ বুলিয়ে নিন। 

(1). ১৮৫৩ সালে কোথায় ভারতে প্রথম রেল লাইন চালু হয়?

(i) বোম্বে ও থানের মধ্যে (ii) হাওড়া ও দিল্লির মধ্যে (iii) হাওড়া ও বোম্বের মধ্যে (iv) উপরের কোনোটিই নয়      

(2). কে”পেরিয়ার” নামে অনেক বেশী জনপ্রিয় ছিলেন? 

(i) সি ভি রমন পিল্লাই (ii) ই ভি রামস্বামী নাইকার   (iii) জ্যোতিবা ফুলে (iv) বি আর আম্বেদকর       

(3).” হিন্দ-হিন্দি-হিন্দু” র প্রচারক কে?

(i) মদনমোহন মালব্য (ii) লালা লাজপত রাই (iii) বালগঙ্গাধর তিলক (iv) শ্যামাপ্রসাদ মুখার্জী   

(4). “স্বরাজ আমার জন্মগত অধিকার”- কার উক্তি?

(i) স্বামী বিবেকানন্দ (ii) রামমোহন রায় (iii) বাল গঙ্গাধর তিলক (iv) অরবিন্দ ঘোষ        

(5). কার্পাস চাষ সবথেকে ভালো কোন মাটিতে হয়?

(i) পলি মাটিতে (ii) ল্যাটেরাইট মৃত্তিকায় (iii) তরাই অঞ্চলে (iv) কৃষ্ণ মৃত্তিকায়    

(6). নিউম্যাটোফোর (Pneumatophore) কি?

(i) সুন্দরবনের জলাভূমি (ii) সুন্দরবনের নিউমোনিয়া দ্বারা আক্রান্ত রোগী (iii) ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়া শিকড় (iv) সুন্দরী গাছের ডাল  

(7). অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?

(i) ছত্রাক (ii) শৈবাল (iii) গুপ্তবীজি (iv) লাইকেন   

(8). আন্তর্জাতিক একক (S.I) নির্ধারণ পদ্ধতিতে সহযোগী একক সংখ্যা কয়টি?

(i) ৩ (ii) ৪ (iii) ২ (iv) অনেক 

(9). কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি না?

(i) আয় রপ্তানি পদ্ধতি (ii) ব্যয় পদ্ধতি (iii) আয় পদ্ধতি (iv) উৎপাদন পদ্ধতি 

(10). ঋণ মুক্ত কোন সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাণ করে?

(i) ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্সটিটিউশন (ii) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউশন (iii) সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অর্গানাইজেশন (iv) কোনোটিই নয়  

Ans: (1) বোম্বে ও থানের মধ্যে (2) ই ভি রামস্বামী নাইকার (3) শ্যামাপ্রসাদ মুখার্জী (4) বাল গঙ্গাধর তিলক (5) কৃষ্ণ মৃত্তিকায় (6) ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়া শিকড় (7) ছত্রাক (8) ২ (9) আয় রপ্তানি পদ্ধতি (10) সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অরর্গানাইজেশন  

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button