WBPSC Food SI Practice Set 10 | ফুড এসআই প্রাকটিস সেট 2023

এইমাত্র কিছুদিন আগে WBPSC Food SI 2023 এর আবেদন শেষ হলো। যেখানে প্রায় সাড়ে ১০ লক্ষ ছাত্রছাত্রী আবেদন করেছে। প্রতিদিনের ন্যায় আজও আমাদের টিমের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে WBPSC Food SI Practice Set এর আয়োজন করা হয়েছে। যা প্রতিদিন নিয়ম করে আমাদের wbexamguide.com এ আপলোড করা হচ্ছে। আপনারা এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে নিজের সাফল্যকে আরো একধাপ এগিয়ে নিয়ে যান।

ECF?

(১) Equity Cash Flow (২) Economic Capital Framework (৩) Entity Concept Found (৪) উপরের কোনোটিই নয়

Ans: Economic Capital Framework

ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন ধরণের?

(১) দ্বিস্তর (২) একস্তর (৩) চারস্তর (৪) তিনস্তর

Ans: তিনস্তর

কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়েছে?

(১) ১৯৮৬ খ্রিস্টাব্দ (২) ১৯৮৪ খ্রিস্টাব্দ (৩) ১৯৮৯ খ্রিস্টাব্দ (৪) ১৯৮৮ খ্রিস্টাব্দ

Ans: ১৯৮৪ খ্রিস্টাব্দ

বলুন তো সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন?

(১) তেনসুং নামগেয়াল (২) ফুন্টসগ নামগেয়াল (৩) পালদেন নামগেয়াল (৪) তাশি নামগেয়াল

Ans: পালদেন নামগেয়াল

ইরানের মুদ্রার নাম কি?

(১) ইরানি রুবেল (২) ইরানি রিয়াল (৩) ইরানি ডলার (৪) ইরানি ডিনার

Ans: ইরানি রিয়াল

কোথায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায়?

(১) মেহেরগড় (২) প্রতাপগড় (৩) কালাটা (৪) কোয়েটা

Ans: মেহেরগড়

অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক-

(১) শিশির কুমার ঘোষ (২) শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় (৩) রবার্ট নাইট (৪) গিরিশচন্দ্র ঘোষ

Ans: শিশির কুমার ঘোষ

ইক্তা ব্যবস্থার প্রবর্তক-

(১) বলবন (২) আলাউদ্দিন খিলজী (৩) মহম্মদ বিন তুঘলক (৪) ইলতুৎমিস

Ans: ইলতুৎমিস

ইবন বতুতা নিন্মেউল্লেখিত কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেছিলেন?

(১) শেরশাহ (২) আকবর (৩) আলাউদ্দিন খিলজী (৪) মহম্মদ বিন তুঘলক

Ans: মহম্মদ বিন তুঘলক

বলুন তো আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি অংকিত ছিল?

(১) হস্তি (২) সিংহ (৩) গন্ডার (৪) ব্যাঘ্র

Ans: ব্যাঘ্র

ভারতের সর্ববৃহৎ হিমবাহ কোনটি?

(১) গঙ্গোত্রী (২) পিন্ডারি (৩) হিস্পার (৪) সিয়াচেন

Ans: সিয়াচেন

নর্মদা বাঁচাও আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছেন?

(১) মেধা পাটেকর (২) আন্না হাজারে (৩) বিনায়ক সেন (৪) রামদেব

Ans: মেধা পাটেকর

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button