WBPSC Clerkship Practice Set 17: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আজ আমাদের WBPSC Clerkship পরীক্ষার 17 তম প্রাকটিস সেট নিয়ে চলেছে এলাম। এখানে সব মিলিয়ে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। যেগুলি আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য বিশেষ ইম্পরট্যান্ট। নিখুঁত প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিদিন এই প্রাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। 

(১) বিধবা বিবাহ আইন পাশ হয়__

(i) ১৮৩৩ (ii) ১৮২৯ (iii) ১৮৯০ (iv) ১৮৫৬

(2). বোম্বাই আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়__

(i) ১৮৭৫ (ii) ১৮৮০ (iii) ১৮৭৬ (iv) ১৮৭০

(3). সন্ন্যাসী বিদ্রোহের প্রধান কারণ কি?

(i) ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা (ii) জমিদার এবং কি শব্দের স্থানচ্যুত করা হয়েছিল (iii) গরু হত্যা (iv) কোনোটিই নয় 

(4). তেভাগা আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু কোথায় ছিল?

(i) ময়মনসিংহ (ii) উত্তর বাংলা (iii) মেদিনীপুর     (iv) উত্তর ২৪ পরগনা 

(5). জলঢাকা নদীর প্রধান উৎস __ 

(i) চোমালারি গিরিশৃঙ্গ (ii) জেমু হিমাবাহ (iii) জেলেপ লা (iv) বিদাং হ্রদ 

(6) __ নদীর তীরে কোটা অবস্থান করছে? 

(i) লুনি (ii) চম্বল (iii) যমুনা (iv) শোন

(7). ছত্রাক সংক্রমণে নিন্মে উল্লেখিত কোন রোগটি ছড়ায়?

(i) ম্যালেরিয়া (ii) ডারমাইটিস (iii) কলেরা (iv) পোলিও   

(8). এডস -এর প্রধান কারণ কি?

(i) ভাইরাস (ii) হেলমিন্থ (iii) প্রোটোজোয়া (iv) ব্যাকটেরিয়া     

(9) লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন__

(i) হুকুম সিং (ii) জি এস ডিলন (iii) জি ভি মার্ভা লঙ্কার (iv) অনন্তসায়ানম আয়নগর

(10). রাজ্যসভা মন্ত্রী পরিষদ__ 

(i) নিয়ন্ত্রণ করে না (ii) অনুমোদন করে (iii) নিয়ন্ত্রণ করে (iv) শুধু আলোচনা করে

Ans: (1) ১৮৫৬ (2) ১৮৭৫ (3) ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা (4) উত্তর বাংলা (5) বিদাং হ্রদ (6) চম্বল (7) ডারমাইটিস (8) ভাইরাস (9) জি ভি মার্ভা লঙ্কার (10) শুধু আলোচনা করে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button