10ই অক্টোবর 2023 কারেন্ট অ্যাফেয়ার্স | 10th October 2023 Current Affairs In Bengali PDF

আজ আমরা এই নিবন্ধের মাধ্যমে 10ই অক্টোবর 2023 এর কারেন্ট অ্যাফেয়ার সেশণ নিয়ে উপস্থিত হলাম। অপনারা যারা কম্পেটেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাঁদের জন্য এই Daily Current Affairs বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলিকে দেখে নেওয়া যাক। 

 ২০২৩ সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেতে চলেছে?

(i) কাটলিন কারিকো (ii) ডেভিড জুলিয়াস (iii) ক্লডিয়া গোলডিন (iv) ড্রেউ উইজম্যান

Ans. ক্লডিয়া গোলডিন

সাম্প্রতি কোন রাজ্য সরকার সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ Chief Minister breakfast scheme ‘ লঞ্চ করল?

(i) তেলেঙ্গানা (ii) কেরালা (iii) উত্তর প্রদেশ (iv) উত্তরাখন্ড

Ans. তেলেঙ্গানা

সম্প্রতি ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ডলফিন কে রাজ্য জলজ প্রাণী হিসেবে ঘোষণা করলেন?

(i) তামিলনাড়ু (ii) গুজরাট (iii) উত্তরপ্রদেশ (iv) মহারাষ্ট্র

Ans. উত্তরপ্রদেশ

ভারতীয় সেনাবাহিনী দিবস 8 অক্টোবর। এটি কততম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হল?

(i) 90 তম (ii) 91 তম (iii) 92 তম (iv) 93 তম

Ans. 91 তম

Jio Mart এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন__

(i) মহেন্দ্র সিং ধোনি (ii) রাণবীর কাপুর (iii) বিরাট কোহলি (iv) শচীন টেন্ডুলকার

Ans. মহেন্দ্র সিং ধোনি

কোন ক্রিকেট খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম ১০০০ রান করে বিশ্বরেকর্ড করলো?

(১) ডেভিড ওয়ার্নার (২) কে এল রাহুল (৩) বিরাট কোহলি (৪) এইডেন মার্করাম

Ans. ডেভিড ওয়ার্নার

মধ্যপ্রদেশ সরকার সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের কত শতাংশ সংরক্ষণ দিতে চলেছে?

(১) 25% (২) 30% (৩) 35% (৪) 40%

Ans. 35%

ভারতের কোন শহরে 16তম কৃষি বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হতে চলেছে? 

(i) বারাণসী (ii) কোচি (iii) চন্ডিগড় (iv) পাটনা 

Ans. কোচি

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কতগুলো স্বর্ণপদক জিতল?

(১) 21 (২) 25 (৩) 28 (৪) 30

Ans. 28

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button