Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Food SI Practice Set 32: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

WBPSC Food SI Practice Set 32: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
WBPSC Food SI Practice Set 32: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
WBPSC Food SI Practice Set 32: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আমরা আজকে এই সেশানের ৩২ তম প্রাক্টিস সেট নিয়ে উপস্থিত হলাম। প্রতিদিন আমাদের স্পেশাল টিমের দ্বারা একটি করে WBPSC Food SI Practice Set প্রস্তুত করা হয়ে থাকে। যেগুলো নিয়ম করে প্রতিদিনের ওয়েবসাইটে আপলোড করা হয়। হাতে আর খুব বেশি সময় নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব সেল্ফ স্টাডির এর সাথে সাথে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়?

(i) লর্ড রিপন (ii) লর্ড লিটন (iii) লর্ড ল্যান্সডাউন (iv) লর্ড ডাফরিন  

(2). হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন __ 

(i) জওহরলাল নেহরু (ii) বিদ্যাসাগর (iii) ডাব্লিউ সি ব্যানার্জি (iv) সুভাষচন্দ্র বসু

(3). ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি__

(i) ডাব্লিউ সি ব্যানার্জি (ii) এ ও হিউম (iii) দাদাভাই নৌরজি (iv) গান্ধীজি

(4). ‘আমি সমাজবাদী’ – কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন?

(i) সুভাষচন্দ্র বোস (ii) জওহরলাল নেহরু (iii) তিলক (iv) গান্ধীজি

(5). এদের মধ্যে কে নরমপন্থী নয়?  

(i) দাদাভাই নৌরজি (ii) গোপালকৃষ্ণ গোখলে (iii) বিপিনচন্দ্র পাল (iv) ফিরোজ শাহ মেহেতা

(6). তামিলনাড়ুর রাজ্যে একাধিক বন্দর থাকার কারণ___

(i) তীরে কিছু উপসাগর আছে (ii) জলের গভীরতা বেশি (iii) এই রাজ্যের দীর্ঘতম সমুদ্রতট (iv) তীর পাথুরে নয়

(7). কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে, তার ওজন ___

(i) একই থাকবে (ii) বাড়বে (iii) হ্রাস-বৃদ্ধি পাবে (iv) কমবে

(8). মানুষের শরীরে কোনটি সবচাইতে কঠিন বস্তু?

(i) এনামেল (ii) ডেন্টাইন (iii) নখ (iv) অস্থি 

(9). কোন ফাইটোহরমোন বার্ধক্যের জন্য দায়ী?

(i) অক্সিন (ii) সাইটোকাইনিন (iii) ইথিলিন (iv) জিব্বেরেলিন 

(10). জিন প্রযুক্তি সৃষ্ট প্রথম হরমোনের নাম কি?

(i) টেস্টোস্টেরন (ii) ইস্ট্রোজেন (iii) ইনসুলিন (iv) থাইরক্সিন

Ans: (1). লর্ড ডাফরিন, (2) সুভাষচন্দ্র বসু, (3) ডাব্লিউ সি ব্যানার্জি, (4) জওহরলাল নেহরু, (5) বিপিনচন্দ্র পাল, (6) জলের গভীরতা বেশি, (7) কমবে, (8) অন্ধ্রপ্রদেশ, (9) প্রোটো অস্ট্রলয়েডস, (10) ইনসুলিন.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here