SSC GD Constable Practice Set 19: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আপনারা নিশ্চই SSC GD Constable পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাই আপনাদের সুবিদার্থে আমরা এই প্র্যাকটিস সেট সেশন চালু করেছে। ডিসিশন এর মাধ্যমে আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করে থাকি। আজ আমাদের ১৯ তম প্র্যাকটিস সেট। আর কথা না বাড়িয়ে আজকের নতুন প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করে নিজের সাফল্যর দিকে আরো একধাপ এগিয়ে যান। 

(1). আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন করেছিলেন কে?

(i) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (ii) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (iii) চিত্তরঞ্জন দাশ (iv) বিপিনচন্দ্র পাল

(2).”সীমন্ত গান্ধী” বলা হয়__

(i) আব্দুল গাফ্ফর খান (ii) আবুল কালাম আজাদ (iii) মোহাম্মদ ইকবাল (iv) মোহাম্মদ আলী জিন্না   

(3). “রাইটার্স বিল্ডিং” আক্রমণ করেছিলেন কোন বিপ্লবী?

(i) মৃগেন দত্ত (ii) অনাথবন্ধু পাঁজা (iii) প্রফুল্ল চাকী (iv) বিনয় বসু    

(4). জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল__

(i) ১৫ই আগস্ট, ১৯২১ (ii) ১৩ এপ্রিল, ১৯১৯  (iii) ২৫ সেপ্টেম্বর, ১৯২৫  (iv) ২১ এপ্রিল, ১৯২২   

(5). কোথায় মুক্তার চাষ হয়?

(i) পন্ডিচেরি (ii) তুতিকোরিন (iii) কান্ডালা (iv) কোচি

(6). ভারতের সর্বাধিক বৈদেশিক মুদ্রা উপার্জিত হয় কোন জায়গা থেকে?

(i) চর্ম ও চর্মজাত দ্রব্য (ii) মশলা (iii) ঔষধপত্র   (iv) চাল 

(7). যদি বিক্রিয়ার সময় তাপমাত্রা একই থাকে, তাহলে সেই প্রতিক্রিয়াকে কি বলা হয়?

(i) আইসোবারিক (ii) অ্যাডিয়াবাটিক (iii) আইসোথার্মাল (iv) আইসোকরিক 

(8). শীতকালে রঙিন পোশাক পরা উচিত কেন?

(i) এগুলি সস্তা (ii) এগুলো দেখতে রঙচঙে (iii) এগুলো সহজেই ধৌত করা যায় (iv) এগুলো তাপ শোষক   

(9). পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খসড়া কে অনুমোদন করেন?

(i) জাতীয় উন্নয়ন পর্ষদ  (ii) সংসদ ও রাজ্য বিধানসভা সমূহ (iii) রাষ্ট্রপতি (iv) পরিকল্পনা কমিশন    

(10). কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা বিরতি ঘোষনা করা হয়েছিলো?

(i) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (ii) ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (iii) চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (iv) তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা   

Ans: (1) চিত্তরঞ্জন  দাশ (2) আব্দুল গাফ্ফর খান (3) বিনয় বসু (4) ১৩ এপ্রিল,১৯১৯ (5) তুতিকোরিন (6) চর্ম ও চর্মজাত  দ্রব্য (7) আইসোথার্মাল (8) এগুলো তাপ শোষক (9) জাতীয় উন্নয়ন পর্ষদ (10) তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button