ICDS Anganwadi Practice Set 18: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ICDS Anganwadi helper and Worker এর নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। আপনাদের সুবিদার্থে প্রতিদিন একটি করে স্পেশাল Practice Set আমাদের ‘wbexamguide.com এ আপলোড করে চলেছি। আপনারা যারা এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন, তারা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). ‘একটি ফলছাড়া জয়’ কাদের সাথে যুক্ত?

(i) আরবদের সিন্ধু জয় (ii) মুঘলদের বিজয়পুর জয় (iii) মোগলদের গুজরাট জয় (iv) মুসলিমদের বাংলা জয়  

(2). ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় প্রথম ঘাটি স্থাপন করেন ?

(i) তেলেঙ্গানা (ii) মসুলিপত্তনম (iii) মাদ্রাজ (iv) হায়দ্রাবাদ

(3). শেখ নাসিরুদ্দিন চিরাগ __ সুফি সংগঠনের সদস্য ছিলেন ?

(i) সুহরাবর্দি (ii) চিস্তি (iii) নাক্সবন্দী (iv) কাদিরী 

(4). তুরকিদের মধ্যে কোন শাসক প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন?

(i) সবুক্তগীন (ii) আলপ্তগীন(iii) আব্দুল ওয়াহিদ (iv) গজনীর মামুদ    

(5). ভারতের কোন রাজ্যটি আয়তনের সর্বাপেক্ষা বৃহত্তম?

(i) রাজস্থান (ii) মধ্যপ্রদেশ (iii) অরোচল প্রদেশ (iv) পশ্চিমবঙ্গ

(6). এদের মধ্যে কোনটি জমজ শহর নামে পরিচিত?

(i) হায়দ্রাবাদ-সেকেন্দ্রাবাদ (ii) মুম্বাই-পুনে (iii) বারানসি-অযোধ্য (iv) কটক-ভুবনেশ্বর

(7). স্কার্ভি __ এর স্বল্পতায় হয়।

(i) ভিটামিন-A (ii) ভিটামিন-B (iii) ভিটামিন-C (iv) ভিটামিন-D

(8). ভিটামিন-C এর বৈজ্ঞানিক নাম কি?

(i) অ্যাসিটিক অ্যাসিড (ii) অ্যাসকরবিক অ্যাসিড (iii) ল্যাকটিক অ্যাসিড (iv) মিউরেটিক অ্যাসিড

(9). ভারতীয় সংবিধান হল __

(i) দুস্পরিবর্তনীয় (ii) পরিবর্তনীয় (iii) আংশিক দুস্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয় (iv) চূড়ান্ত দুস্পরিবর্তনীয়

(10). নিম্ন উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার-আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?

(i) ফরাসি সংবিধান  (ii) আমেরিকান সংবিধান  (iii) ভারতীয় সংবিধান  (iv) ব্রিটিশ সংবিধান 

Ans: (1) আরবদের সিন্ধু জয়, (2) মসুলিপত্তনম, (3) চিস্তি, (4) সবুক্তগীন, (5) রাজস্থান, (6) হায়দ্রাবাদ-সেকেন্দ্রাবাদ, (7) ভিটামিন-C, (8) অ্যাসকরবিক অ্যাসিড, (9) আংশিক দুস্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয় (10) ব্রিটিশ সংবিধান 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button