Food SI Practice Set 67: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৬৭, প্রস্তুতি নেওয়া শুরু করু 

আমরা কিন্তু আমাদের কথামতো কাজ করে চলেছি। নিয়মিত আমাদের ওয়েবসাইটে একটি করে WBPSC Food Sub Inspector Practice Set আপলোড করা হচ্ছে। তাই ইতিমধ্যে আপনি যদি 66 টি প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করে থাকেন, তাহলে দ্রুত এই নতুন প্র্যাকটিস সেট টিতে অংশগ্রহণ করুন। 

(1). বঙ্গভঙ্গ রদ হয় __

(i) ১৯০৬ (ii) ১৯০৫ (iii) ১৯০৯ (iv) ১৯১১  

(2). বাংলা ভাগ প্রথম কত সালে হয়েছিল?

(i) ১৯০২ (ii) ১৯০০ (iii) ১৯০৭ (iv) ১৯০৫ 

(3) ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল__

(i) বাংলা   (ii) মহারাষ্ট্র  (iii) রাজস্থান  (iv) পাঞ্জাব 

(4). মোজাফফরপুর খুনের (1908) সাথে কোন কারা জড়িত ছিলেন?

(i) সূর্য সেন,লোকনাথ বল (ii) বিনয় বসু, বাদল  গুপ্ত (iii) প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু  (iv) দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর  

(5). কোন দ্রব্য রপ্তানি করে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?

(i) চামড়া  (ii) তামাক (iii) চা (iv) ইলেকট্রনিক দ্রব্য   

(6). NH6 কোন শহরের সাথে কোন শহরকে যুক্ত করছে?

(i) দিল্লি হতে অমৃতসর (ii) কলকাতা হতে মুম্বাই  (iii) দিল্লি হতে ভূপাল (iv) কলকাতা হতে নিউ জলপাইগুড়ি    

(7). একই গতিশক্তি সম্পন্ন কণাগুলোর মধ্যে নিম্নে উল্লেখিত কার ভরবেগ সর্বোচ্চ? 

(i) প্রোটন (ii) ইলেকট্রন (iii) আলফা কণা (iv) ডিউটেরন 

(8). একটি আদর্শ গ্যাসের জুল এবং থমসন ক্রিয়া কোনটি?

(i) ধনাত্মক (ii) শূন্য (iii) অপরিবর্তিত (iv) ঋণাত্মক 

(9). কোনটি ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা উদ্দেশ্য নয়?

(i) অর্থনৈতিক বৈষম্য হ্রাস (ii) জীবনযাত্রা মানোন্নয়ন (iii) শিক্ষার বিস্তার (iv) সুষম আঞ্চলিক বিকাশ 

(10). কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল?

(i) পঞ্চম পরিকল্পনা  (ii) তৃতীয় পরিকল্পনা  (iii) অষ্টম পরিকল্পনা  (iv) সপ্তম পরিকল্পনা   

Ans: (1) ১৯১১ (2) ১৯০৫ (3) মহারাষ্ট্র (4) প্রফুল্ল চাকীও ক্ষুদিরাম বসু (5) চামড়া (6) কলকাতা হতে মুম্বাই (7) আলফা কণা (8) শূন্য (9) শিক্ষার বিস্তার (10) সপ্তম পরিকল্পনা.

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button