SSC GD Constable Practice Set 16: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

বেশিরভাগ চাকরিপ্রার্থী বর্তমানে জোর কদমে  SSC GD Constable পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সর্বভারতীয় পরীক্ষায় 80% গ্রাজুয়েশন করা চাকরি প্রার্থীর অংশগ্রহণ করছে। বিরাট সংখ্যক নিয়োগ করা হলেও যে এই পরীক্ষা খুবই প্রতিযোগিতা পূর্ণ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না।

আমরা আপনাদের প্রস্তুতি হেতু প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করছি। যে প্র্যাকটিস সেট গুলিতে দশটা করে প্রশ্ন দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলি আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের দ্বারা প্রচুর এনালাইসিসের পর সিলেক্ট করা হয়। তাই একটা ভালো রাঙ্ক করার জন্য অবশ্যই নিজের পার্সোনাল প্রস্তুতি নেওয়ার সাথে সাথে এই প্র্যাকটিস সেট গুলিতে চোখ বুলিয়ে রাখুন। 

(1). 1908 কারা কিংসফোর্ড কে হত্যা করতে চেয়েছিলেন?

(i) প্রফুল্ল চাকী (ii) ক্ষুদিরাম বসু (iii) সত্যেন বোস (iv) প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বসু       

(2). “অল ইন্ডিয়া হোমরুল” কত সালে শুরু হয়েছিল?

(i) অ্যানি বেসান্ত (ii) লালা লাজপত রায় (iii) নিবেদিতা (iv) বিপিনচন্দ্র পাল        

(3). চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন?

(i) বিপিনচন্দ্র (ii) সূর্যসেন (iii) উপেন্দ্র ভট্টাচার্য  (iv) লোকনাথ বল  

(4). ভারতের স্বাধীনতার বিল কবে পাস হয়?

(i) মার্চ,1947 (ii) জানুয়ারি, 1945 (iii) জুলাই, 1947(iv) এপ্রিল, 1947        

(5). জারোয়ারা কোথায় বাস করে?

(i) আন্দামান দ্বীপপুঞ্জ (ii) লাক্ষাদ্বীপ (iii) মালদ্বীপ (iv) মাজুলী  

(6). উচ্চ জন্মহার কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত 

(i) মহিলা সাক্ষরতার নিন্মহার (ii) মহিলা সাক্ষরতার উচ্চহার (iii) পুরুষ সাক্ষরতা নিন্মহার  (iv) উপরোক্ত কোনোটিই নয় 

(7). কোনো একজন মানুষ পৃথিবী পৃষ্ঠের উপর কখন সব থেকে কম চাপ প্রয়োগ করবে?

(i) বসে থাকবে (ii) দাঁড়িয়ে থাকবে (iii) শুয়ে থাকবে iv) দৌড়াবে  

(8). একজন মানুষের ওজন কখন সবথেকে অধিকতর হয়?

(i) মেরুতে (ii) বিষুব রেখায় (iii) মহাকাশে (iv) পৃথিবীর কেন্দ্রে 

(9). দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতি কি ছিল?

(i) মহলানবিশ পরিকল্পনায় (ii) গান্ধীজীর পরিকল্পনায় (iii) ঐতিহাসিক জার্মান স্কুল পরিকল্পনায় (iv) উপরের কোনোটিই নয়   

(10). অর্থনৈতিক সংস্কারক উদারীকরণ পরিকল্পনা কত সালে করা হয়?

(i) ১৯৯০ সালে  (ii) ১৯৬০ সালে  (iii) ১৯৪০ সালে  (iv) ১৯৭০ সালে 

Ans: (1) প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বসু  (2) অ্যানি বেসান্ত (3) সূর্যসেন (4) জুলাই,1947 (5) আন্দামান দ্বীপপুঞ্জ (6) মহিলা সাক্ষরতার নিন্মহার (7) শুয়ে থাকবে (8) মেরুতে (9) মহলানবিশ পরিকল্পনায় (10) ১৯৯০ সালে

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button