PSC Clerkship Practice Set 30: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

বর্তমান লক্ষ লক্ষ ছাত্রছাত্রী PSC ক্লার্কশীপ 2023 পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের মাধ্যমে এই PSC Clerkship প্রাকটিস সেট সেশানের ব্যবস্থা করেছি। আপনাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই সেশন চালু রেখেছি।

(১). ইংরেজ শাসিত সময় কালে কোন সাল পর্যন্ত ভারতবর্ষের রাজধানী কলকাতা ছিল?

(i) ১৯১০ (ii) ১৯০৯ (iii) ১৯১২ (iv) ১৯১১ 

(2). কাকা সাহেব নামে পরিচিত কে ছিলেন?

(i) এম জি রানাডে (ii) জি ভি যোশি (iii) নৌরোজি  ফাডুনজি (iv) জি এইচ দেশমুখ   

(3). __ সালে “তিলক কর দেব না” অভিযান করেছিলেন। 

(i) 1898 (ii) 1896 (iii) 1899 (iv) 1895     

(4). ভারতের বাইরে কে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন?

(i) লালা হরদয়াল (ii) এম এন রায় (iii) সুভাষচন্দ্র বসু  (iv) রাসবিহারী বসু           

(5). Astronomy কীসের উপর পড়াশোনা করাকে বোঝায়?

(i) তারকা (ii) চন্দ্র (iii) সূর্য (iv) আকাশ

(6). বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটি কোনটি?

(i) মেসোস্ফিয়ার (ii) স্ট্যাটোস্ফিয়ার (iii) ট্রপোস্ফিয়ার (iv) আয়োনোস্ফিয়ার    

(7). আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটি কি?

(i) বিশেষ আপেক্ষিকতাবাদ (ii) আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ (iii) ব্রাউনীয় গতির ব্যাখ্যা (iv) সাধারণ আপেক্ষিকতাবাদ     

(8). সাধারণত গার্হস্থ্য  বৈদ্যুতিক তারে কি ধরণের সংযোগ করা হয়?

(i) শ্রেণী সজ্জা (ii) সমান্তরাল সজ্জা (iii) শ্রেণী ও সমান্তরাল সজ্জা (iv) উপরের কোনোটিই নয়  

(9). শিল্প লাইসেসিং নীতির কয়েকটি ব্যতিক্রম নীতি কোন শিল্পনীতিতে বিলোপ করা হয়?    

(i) শিল্পনীতি ১৯৮০ (ii) শিল্পনীতি ১৯৭০ (iii) শিল্পনীতি ১৯৯৫ (iv) শিল্পনীতি ১৯৯১  

(10). যে কারখানায় শ্রমিকদের বেতন পদ্ধতি আংশিক শ্রমদানের ভিত্তিতে রচিত সেখানে পূর্ণ নিয়োগ ভিত্তিতে কি বলা হয়?

(i) স্থায়ী বিরতি (ii) স্থায়ী অনুপাত (iii) অসম অনুপাত (iv) অসম বিরতি . 

Ans: (1) ১৯১১ (2) জি ভি যোশি (3) 1896 (4) রাসবিহারী বসু (5) তারকা (6) ট্রপোস্ফিয়ার (7) আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ (8) সমান্তরাল সজ্জা (9) শিল্পনীতি ১৯৯১ (10) স্থায়ী অনুপাত। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Leave a Comment