Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Food SI Practice Set 46: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

WBPSC Food SI Practice Set 46: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

0
WBPSC Food SI Practice Set 46: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন
WBPSC Food SI Practice Set 46: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আমরা জানি আপনারা সকলেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা কথামতো আপনাদের এই প্রস্তুতিতে সাহায্য করে চলেছি। আজ আমরা আমাদের ওয়েবসাইটে WBPSC Food SI পরীক্ষার 46 তম Practice Set আপলোড করেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের দেওয়া প্র্যাকটিসে গুলি কতটা স্পেশাল।  তাই সময় নষ্ট না করে প্রতিদিন সেল্ফ স্টাডির পাশাপাশি প্রাক্টিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। 

(1). ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল?

(i) সিংভূম  (ii) ছোটনাগপুর  (iii) খন্দেশ (iv) সাতারা   

(2) ব্রিটিশদের বিরুদ্ধে` উলগুলান´ উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল যার দ্বারা 

(i) রানাডে (ii) বিরসা (iii) কোরা মাল্য (iv) কোন্ডা ডোরা    

(3). `তিতুমীর´ কে ছিলেন?

(i) সিপাহী বিদ্রোহের নেতা (ii) ফরাজি আন্দোলনের নেতা (iii) ওয়াহাবি আন্দোলনের নেতা (iv) নীল বিদ্রোহের নেতা 

(4). ১৮৫৭ মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভ্যুত্থান ঘটে?

(i) নীল বিদ্রোহ (ii) পাবনা বিদ্রোহ (iii) সাঁওতাল বিদ্রোহ (iv) সন্ন্যাসী বিদ্রোহ    

(5). গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়  

(i) পাখির পায়ের মতো মোহনার মাধ্যমে (ii) মোহনার মাধ্যমে (iii) ব দ্বীপের মাধ্যমে (iv) ওপরের কোনোটিই নয় 

(6). ভাকরানাঙ্গাল জলধারা নিন্মক্ক্ত নদীর উপরে  অবস্থিত 

(i) শতদ্রু (ii) ঝিলাম (iii) সিন্ধু (iv) বিপাশা 

(7). যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল –

(i) ফোলিক অ্যাসিড (ii) ভিটামিনের A (iii) ভিটামিন কে (iv) ভিটামিন ডি

(8). মানুষের স্বাভাবিক রক্ত 

(i) অম্লিক (acidic) (ii) পরিবর্তনশীল (variable) (iii) ক্ষারীয় (alkaline) (iv) প্রশমিত (neutral)

(9). একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ 

(i) পাঁচ বছর (ii) চার বছর (iii) আট বছর (iv) ছয় বছর  

(10). পার্লামেন্টে অর্থবিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়?

(i) অর্থমন্ত্রীর অনুমোদন (ii) লোকসভার অনুমোদন (iii)  রাজ্যসভার অনুমোদন (iv) কোনোটিই নয়   

Ans: (1) ছোটনাগপুর (2) বিরসা (3) ওয়াহাবি আন্দোলনের নেতা (4) নীল বিদ্রোহ (5) ব দ্বীপের মাধ্যমে (6) শতদ্রু  (7) ভিটামিন K (8) স্ফিগমোম্যানোমিটার (9) ছয় বছর (10) কোনোটিই নয়.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here