Food SI Practice Set 66: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৬৬, প্রস্তুতি নেওয়া শুরু করু 

WBPSC Food SI Practice Set 65 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

আজকে আমরা WBPSC Food SI 2023 পরীক্ষার 66 তম প্রাকটিস সেট নিয়ে চলে এলাম। আপনারা যারা প্রতিদিন এই প্রাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করেন, তাদেরকে দ্রুত আজকের প্র্যাক্টিস সেটে চোখ বুলিয়ে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। 

(1). ১৯৪৬ সালের নৌ বিদ্রোহটি কোথায় শুরু হয়েছিল?   

(i) মাদ্রাজ (ii) কলকাতা (iii) কালিকট (iv) মুম্বাই 

(2). কবে ভারতের স্বাধীনতা আইনখানি পাস হয়েছিল?

(i) ১৪ই জুলাই, ১৯৪৯ (ii) ২ রা সেপ্টেম্বর ১৯৪৬ (iii) ১৫ ই আগস্ট, ১৯৪৭ (iv) ১৪ ই জুলাই, ১৯৪৭    

(3) ভগৎ সিং এবং অন্য কোন বিপ্লবী দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপে করেছিল?

(i) রাজগুরু (ii) শুকদেব (iii) বটুকেশ্বর দত্ত (iv) চন্দ্রশেখর আজাদ  

(4). বারাণসীতে বিপ্লবী কাজকর্মের সময় রাসবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন?

(i) শচীন্দ্রনাথ সান্যাল (ii) পরমানন্দ (iii) কর্তার সিং (iv) বসন্ত বিশ্বাস 

(5). ২০১১ সেন্সাস অনুযায়ী ভারতের বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?

(i) পশ্চিমবঙ্গ (ii) কেরালা (iii) ঝাড়খন্ড (iv) উত্তর প্রদেশ  

(6). ২০১১ জনগণনা অনুযায়ী, কোন রাজ্যটির জনঘনত্ব সর্বনিম্ন?

(i) বিহার (ii) জম্বু এবং কাশ্মীর (iii) মনিপুর  (iv) অরুণাচল প্রদেশ   

(7). কোন বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠানো হবে তার ওজন কি হবে?

(i) একই থাকবে (ii) বাড়বে (iii) কমবে  (iv) হ্রাস বৃদ্ধি  হবে  

(8). সরল দোলনগতিতে গতিশক্তি কি ধরণের?

(i) পতি পর্যায়ে দুইবার শূন্য হয় (ii) কখনোই শূন্য হয় না (iii) সর্বদা সমান থাকে (iv) সাম্য অবস্থায় শূন্য হয়     

(9). নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে GDP   বার্ষিক বৃদ্ধির হার কত ছিল?

(i) ৬ শতাংশ (ii) ৫.৫শতাংশ (iii) ৭ শতাংশ (iv) ৬.৫শতাংশ

(10). পন্ডিত জওহরলাল নেহেরুর সভাপতিত্ব  পরিকল্পনা কমিশন কোন সালে গঠিত হয়?

(i) ১৯৪৯ (ii) ১৯৫০ (iii) ১৯৫২ (iv) ১৯৫১  

Ans: (1) মুম্বাই (2) ১৪ ই জুলাই ১৯৪৭ (3) বটুকেশ্বর দত্ত (4) বসন্ত বিশ্বাস (5) উত্তর প্রদেশ  

 (6) অরুণাচল প্রদেশ (7) কমবে(8) পতি পর্যায়ে দুইবার শূন্য হয় (9) ৬.৫শতাংশ (10) ১৯৫০

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button