ICDS Anganwadi Practice Set 30: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Anganwadi Practice Set 30: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

আজ আমরা ICDS Anganwadi পরীক্ষার 30 তম প্রাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। যে প্রাকটিস সেট গুলি থেকে আগত পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা আপনাদের সুবিধার্থে প্রতিদিন নিয়ম করে আমাদের ওয়েবসাইটে একটি করে ICDS Anganwadi Practice Set আপলোড করে চলেছি। যেগুলি পরবর্তীতে আপনার ভীষণ কাজে লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন, আজকের প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ, এই বইগুলি পড়লে ১০০ শতাংশ পাশ করবেন

(1). সূর্যাস্ত আইন প্রবর্তন করেন__

(i) লর্ড কর্নওয়ালিস (ii) ওয়ারেন হেস্টিংস (iii) লর্ড ক্যানিং (iv) লর্ড বেন্টিঙ্ক

(2). কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামান দ্বীপের এক কয়েদি হত্যা করেন?

(i) রিপন (ii) ক্লাইভ (iii) নর্থব্রুক (iv) মেয়ো 

(3). সংবাদপত্রের মুক্তিদাতারূপে পরিচিত ছিলেন__

(i) মেকলে (ii) বেন্টিঙ্ক (iii) মেটাকাফে (iv) হেস্টিংস   

(4). কোন গভর্নর জেনারেলর শাসনকালে ICS পরীক্ষা প্রবর্তিত হয়েছিল?

(i) লর্ড কার্জন (ii) লর্ড ডালহৌসি (iii) লর্ড কর্নওয়ালিশ (iv) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 

(5). নিন্মলিখিত বিকল্প গুলির মধ্যে ভারতের সবথেকে পুরাতন তৈল ক্ষেত্র কোনটি?

(i) বোম্বেহাই (ii) মোরান (iii) আংকালেশ্বর (iv) ডিগবয় 

(6). ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি?

(i) ট্রম্বে (ii) তারাপুর (iii) নারোরা (iv)কালপক্কম 

(7). জিনগত সংকেত বাহিত হয় কিসের মাধ্যমে?

(i) ফ্যাটি অ্যাসিড (ii) প্রোটিন (iii) কার্বোহাইড্রেট  (iv) নিউক্লিক অ্যাসিড। 

(8). কোন রোগটি মানুষের বংশগত রোগ নয়?

(i) বর্ণান্ধতা (ii) হিমোফিলিয়া (iii) ডাউন সিনড্রোম (iv) আল জাইমার ব্যাধি 

(9). ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল প্রতিষ্ঠিত হয় কখন?

(i) ২০১০ (ii) ২০০৯ (iii) ২০১২ (iv) ২০১১ 

(10). ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় কোন সালের আইনের মাধ্যমে?

(i) ১৯০৯ (ii) ১৮৯১ (iii) ১৯৩৫ (iv) ১৯১৯

Ans: (1) লর্ড কর্নওয়ালিস (2) মেয়ো (3) মেটাকাফে (4) লর্ড কর্নওয়ালিশ (5) ডিগবয় (6) তারাপুর (7) নিউক্লিক অ্যাসিড (8) আল জাইমার ব্যাধি (9) ২০১০ (10) ১৯৩৫.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button