WBPSC Food SI Practice Set 44: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

WBPSC Food Sub-Inspector পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, তাঁদের প্রস্তুতির সুবিধা হেতু আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্র্যাক্টিস সেটের বন্দোবস্ত করে চলেছি। যে প্র্যাকটিস সেট গুলিতে 10 টি করে খুব কমন যোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হচ্ছে। যেগুলি আগত পরীক্ষার জন্য বিশেষ ইমপর্টেন্ট। তাই প্রতিদিন একটি করে প্রাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). ভারতের সর্বোচ্চ (Gravity) বাঁধ কোনটি? 

(i) ভাকরা (ii) মেত্তুর (iii) মাইথন (iv) হিরাকুদ 

(2 কোনটি অন্তবাহিনী নদী?

(i) নর্মদা (ii) যমুনা (iii) পেন্নার (iv) লুনি   

(3). আকালী আন্দোলন শুরু হয় __

(i) ১৯১১ (ii) ১৯৩১ (iii) ১৯২১ (iv) ১৯০১

(4). আধুনিক ভারতের জনক__

(i) মহাত্মা গান্ধী (ii) জহরলাল নেহেরু (iii) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (iv) রামমোহন রায়  

(5). সনাতন পন্থী সংস্কারক কে?

(i) স্বামী বিবেকানন্দ (ii) বি জি তিলক (iii) রামমোহন রায় (iv) বিদ্যাসাগর 

(6). ইয়ং বেঙ্গল আন্দলনের প্রেরণাদাতা__

(i) ডেভিড হেয়ার (ii) দেবেন্দ্রনাথ ঠাকুর (iii) রাজা রামমোহন রায় (iv) এল ভি ডিরোজিও  

(7). পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কিট যে অংশ অবস্থান করে__

(i) লসিকা নালী (ii) যকৃত (iii) অন্ত (iv) রক্ত

(8). ভাইরাস জনিত রোগ কোনটি?

(i) এনকেফালাইটিস (ii) মুখের ঘা (Oriental sore) (iii) জিয়ারডিয়াসিস (iv) ট্রাইপ্যানো সোমিয়াসিস 

(9). ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নুন্মতম বয়স প্রয়োজন__

(i) ২০ বছর (ii) ২৫ বছর (iii) ৩৫ বছর (iv) ১৮ বছর

(10). রাজ্যসভা পরিচালনা করে__

(i) প্রধানমন্ত্রী (ii) উপরাষ্ট্রপতি (iii) রাষ্ট্রপতি (iv) স্বরাষ্ট্রমন্ত্রী 

Ans: (1) ভাকরা (2) লুনি (3) ১৯২১ (4) রামমোহন রায় (5) বিদ্যাসাগর (6) এল ভি ডিরোজিও (7) লসিকা নালী (8) এনকেফালাইটিস (9) ২৫ বছর (10)  উপরাষ্ট্রপতি। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button