আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 28th October 2023, চাকরি পরীক্ষায় 100% কমন

27th October 2023 এ ঘটে যাওয়া সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলিকে এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করতে চলেছে এলাম। যে টপিকগুলো সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে রাখুন। 

সম্প্রীতি ভারতের কোন রাজ্য সরকার ‘প্রমোদ মহাজন গ্রামীণ কৌশল্যা বিকাশ কেন্দ্র’ লঞ্চ করল?

(i) উত্তর প্রদেশ (ii) মহারাষ্ট্র (iii) তামিলনাড়ু (iv) রাজস্থান

Ans. মহারাষ্ট্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রে ৫১১ টি এই রকম কেন্দ্র শুরু করেছে। যে সমস্ত কেন্দ্র গুলির মাধ্যমে রাজ্যের যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য গড়ে তুলবে।

 সম্প্রতি কোন রাজ্য সরকার ড্রাগমুক্ত রাজ্য গড়তে ‘Hope Initiative’ লঞ্চ করলো?

(i) উত্তর প্রদেশ (ii) পাঞ্জাব (iii) তামিলনাড়ু (iv) রাজস্থান

Ans. পাঞ্জাব

কোন মহাকাশ গবেষণা সংস্থা Psyche নামে স্পেস ক্রাফট লঞ্চ করল?

(i) ISRO (ii) JAXA (iii) SPACE X (iv) NASA

Ans. NASA

সম্প্রতি কোন দেশ মিডিয়াম রেঞ্জের  ‘Ababeel Weapon System’ লঞ্চ করল?

(i) ইজরায়েল (ii) ইরাক (iii) মার্কিন যুক্তরাষ্ট্র (iv) পাকিস্তান  

Ans. পাকিস্তান

ভারতে অনলাইন ফিনান্সিয়াল ফ্রডের বিরুদ্ধে লড়তে ‘ DiGi Kavach’ প্রোগ্রাম লঞ্চ করল কে?

(i) google (ii) MasterCard (iii) Microsoft (iv) phonepe 

Ans. google

তিন দিনব্যাপী কোন রাজ্য সরকার sri anna mohotsav এর আয়োজন করলো?

(i) কেরল (ii) পাঞ্জাব (iii) উত্তর প্রদেশ (iv) হরিয়ানা

Ans. উত্তর প্রদেশ 

সম্প্রতি কে ‘ গ্লোবাল লিডারশিপ পুরস্কার’ এ ভূষিত হলেন?

(১) বিজন কুমার মুখোপাধ্যায় (২) উদয় উমেশ ললিত (৩) উদয় চন্দ্রচূড় (৪) ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়

Ans. ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়

কোন কেন্দ্রীয় মন্ত্রী দিল্লিতে প্রথম বারের জন্য ‘India military Heritage festival’ এর উদ্বোধন করলেন? 

(১) অমিত শাহ (২) রাজনাথ সিং (৩) অনুরাগ ঠাকুর (৪) নীতিন গড়গরি

Ans. রাজনাথ সিং

The Reverse Swing: colonialism to cooperation শিরোনামের বইটি লিখক কে?

(১) চেতন ভগত (২) বিমল জানা (৩) তপন দাস (৪) অশোক ট্যান্ডন

Ans. অশোক ট্যান্ডন

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button