Home পরীক্ষা প্রস্তুতি PSC Clerkship Practice Set 35: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship Practice Set 35: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

0
PSC Clerkship Practice Set 35: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন
PSC Clerkship Practice Set 35: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship Practice Set 35 নিয়ে উপস্থিত হলাম। এই প্র্যাক্টিস সেট গুলি আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে সাজানো হয়। যেখান থেকে PSC Clerkship 2023 পরীক্ষায় কমন আসার সম্ভাবনা প্রবল। এই পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের হাতে এখনো খানিকটা সময় অবশিষ্ট রয়েছে। তাই ভালো প্রিপারেশন নেওয়ার জন্য অন্যদের তুলনায় অন্য ধরনের প্রস্তুতি নিতে হবে।

এই ধরনের প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করা হলে, আপনারা সহজেই বুঝতে পারবেন সিলেবাসের কোন জায়গা গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই জায়গাগুলি কি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন। ভালো স্কোর করা কেউ আটকাতে পারবেনা। 

(১). সর্বশেষ তীর্থঙ্করের কে ছিলেন?

(i) মহাবীর (ii) পার্শ্বনাথ (iii) শীলভদ্র (iv) সিদ্ধার্থ   

(2). ত্রিপিটক কোন ভাষায় লিখিত?

(i) খরোষ্টি (ii) ব্রাহ্মণী (iii) সংস্কৃত (iv) পলি   

(3). ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী কোনটি? 

(i) সংখ্যা (ii) যোগ (iii) কর্মমীমাংসা (iv) বৈশেষিক 

(4). প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ __ ভাষায় লিখিত।

(i) সংস্কৃত (ii) প্রাকিত (iii) অর্ধ মাগধী (iv) পালি               

(5). অরণ্য কি প্রতিরোধ করে?

(i) দূষণ (ii) মৃত্তিকা ক্ষয় (iii) খাদ্য (iv) উপরোক্ত সবকটি     

(6). একটি জনপ্রিয় পক্ষী অভয়ারণ্য কোনটি?

(i) গির (ii) কেওলাদেও ঘানা অভয়ারণ্য (iii) বন্দিপুর  (iv) সুন্দরবন        

(7). কোন বলটি সংরক্ষিত বল নয়?

(i) ঘর্ষণজনিত বল (ii) মাধ্যাকর্ষণ বল (iii) স্থির চুম্বকীয় বল (iv) স্থির তড়িৎ বল   

(8). সর্বাধিক প্রাপ্ত মৌল হলো __

(i) হিলিয়াম (ii) আর্গন (iii) অক্সিজেন (iv) হাইড্রোজেন 

(9). বলবন্ত রায় মেহেতা কমিটি কীসের জন্য নিযুক্ত হয়েছিল?

(i) জাতীয় নিরাপত্তা নীতি নির্ণয়ের জন্য (ii) সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য (iii) শ্রমিক কল্যাণ প্রকল্প প্রস্তুত করার জন্য (iv) শিশু কল্যাণ পরিকল্পনা রচনার জন্য  

(10). IRDP র অর্থ __

(i) ভারতীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্প (ii) সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প (iii) আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন নীতি (iv) বিনিয়োগ গ্রামীণ উন্নয়ন প্রকল্প   

Ans: (1) মহাবীর (2) পলি (3) সংখ্যা (4) পালি (5) উপরোক্ত সবকটি (6) কেওলাদেও ঘানা অভয়ারণ্য (7) ঘর্ষণজনিত বল (8) অক্সিজেন (9) সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য (10) সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প  

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here