WBPSC Food SI Practice Set 24: নতুন ফুড সাব-ইন্সপেক্টর প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আজকে আমাদের এই সেশনের 24 তম প্র্যাক্টিস সেট নিয়ে উপস্থিত হলাম। এই প্র্যাকটিস সেট গুলি আমাদের স্পেশাল টিমের দ্বারা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভারে প্রস্তুত করা হচ্ছে। যে প্রশ্নগুলি আগত Food Sub-Inspector পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই প্রতিযোগিতা পূর্ণ পরীক্ষায় সবার আগে এগিয়ে থাকার জন্য, দৈনিক একটি করে হলেও প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). ভিটামিন সি হল –  

(a) সায়ানোকোবল্টঅ্যামিন (b) টেকোফেরল (c.) থায়ামিন (d) অ্যাসকরবিক অ্যাসিড

(2). বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছিল?

(a) হরপ্পা (b) লোথাল (c) কালিবঙ্গান (d) মহেঞ্জোদারো

(3). সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল?

(a) কালিবঙ্গান (b) লোথাল (c.) মেহেরগড় (d) চানহুদারো

(4). সভা ও সমিতি দুইটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল__

(a) ঋকবেদের আর্যদের (b) দ্রাবিড়দের (c) সিন্ধু উপত্যকার অধিবাসীদের (d) পার্বত্য উপজাতিদের

(5). প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী বিস্তৃত হয়েছে__

(a) উদয়পুর হইতে জয়পুর (b) রাজস্থান হইতে দিল্লী (c) রাজস্থান হইতে পাঞ্জাব (d) রাজস্থান হইতে আগ্রা

(6). বায়ুর দ্বারা মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় কোনটি?

(a) উদ্ভিদ অপসারণ (b) বনসৃজন © বাতাসের গতি নিরোধের ব্যবস্থা করা (d) ড্রাই ফার্মিং

(7). বায়ুমন্ডলে কোন যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয়?

(a) অ্যামোনিয়া (b) কার্বন ডাই অক্সাইড (c) ধূলিকণা (d) জলীয় বাষ্প

(8). আন্টার্কটিকায় ওজোন স্তরের ক্ষয়ের প্রধান কারণ  __

(a) সালফার ডাই অক্সাইড (b) নাইট্রোজেন ডাই অক্সাইড (c) ক্লোরিন নাইট্রেট (d) ফ্রেয়ন

(9). নিম্নে উল্লেখিত কোনটি বার্ষিক পরিকল্পনার কাল ছিল?

(a) 1966-69 (b) 1969-74 (c) 1978-79 (d) 1951-56

(10). সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লার্ট কে ছিলেন ?

(a) লর্ড কর্নওয়ালিশ (b) লর্ড উইলিয়াম বেন্টিং (c) লর্ড ডালহৌসি (d) লর্ড ক্যানিং

Ans: (1). অ্যাসকরবিক অ্যাসিড, (2) মহেঞ্জোদারো, (3) লোথাল, (4) ঋকবেদের আর্যদের, (5) রাজস্থান হইতে আগ্রা, (6) বনসৃজন, (7) কার্বন ডাই অক্সাইড, (8) প্রিস্টলে, (9) 1966-69, (10) লর্ড ক্যানিং

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button