SSC GD Constable Practice Set 20: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

 আজকে আমরা সম্পূর্ণ নতুন SSC GD Constable Practice Set 20 নিয়ে চলে এলাম। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের মাধ্যমে নির্বাচিত মোট দশটি প্রশ্নের সম্ভারে এক একটি প্র্যাকটিস সেট প্রস্তুত করা হয়। তেমনভাবেই ইতিমধ্যে উনিশটি SSC GD Constable প্র্যাকটিস সেট আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আজকে নতুন একটি আপলোড করা হলো। আপনারা এই নতুন প্র্যাকটিস সেটে দ্রুত চোখ বুলিয়ে নিন। 

(1).” আগস্ট অফার”- এ কি প্রস্তাব করা হয়েছিল?

(i) ডোমিনিয়ন স্ট্যাটাস (ii) ক্রমান্ধয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা (iii) কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার (iv) প্রাদেশিক স্বায়ত্তশাসন 

(2). কোন সালের কত তারিখে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল?

(i) ১৫ই আগস্ট, ১৯২১ (ii) ১৩ এপ্রিল, ১৯১৯   (iii) ২৫ সেপ্টেম্বর, ১৯২৫ (iv) ২১ এপ্রিল, 1922    

(3). লখনৌ চুক্তি 1916 স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে?

(i) ভারতীয় জাতীয় কংগ্রেস ও স্বরাজ্য দল (ii) মুসলিম লীগ ও হোমরুল লীগ (iii) মুসলিম লীগ ও ভারতীয় জাতীয় কংগ্রেস (iv) ভারত সভা ও মুসলিম লীগ     

(4). ১৯৪৬ সালের INA বিচার সভায় প্রতিপক্ষের উকিল __ ছিলেন?

(i) ভুলাভাই দেশাই (ii) জোওহরলাল নেহেরু (iii) পূর্বে উক্ত সকলেই (iv) তেজ বাহাদুর শুক্র সপ্রু        

(5). NH-2 হল__

(i) ব্যারাকপুর ট্রাঙ্ক রোড (ii) বোম্বে রোড (iii) গ্রান্ড ট্রাঙ্ক রোড (iv) দিল্লি রোড 

(6). কোন সঠিক?

(i) তামিলনাড়ু ম্যাঙ্গালোর (ii) মহারাষ্ট্র পারাদ্বীপ  (iii) কর্ণাটক তুতিকোরিন (iv) গুজরাট কান্দালা      

(8).তাপের উত্তম শোষক হলো__

(i) কালো অমসৃণ তল (ii) সাদা অমসৃণ তল (iii) কালো মসৃণ তল (iv) সাদা মসৃণ    

(9). ভারতের পরিকল্পনা কমিশনের গঠন প্রক্রিয়া সংবিধানের কোন ধারায় উল্লেখিত রয়েছে?

(i) ৩০৮ (ii) ১৯৬ (iii) ৩৬০ (iv) কোন ধারায় উল্লেখ নেই     

(10). ভারতবর্ষে প্রথমবারের জন্য কোন সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে?

(i) ১৯৪৭ (ii) ১৯৯৭  (iii) ১৯৫৬  (iv) ১৯৫১ 

Ans: (1) ডোমিনিয়ন স্ট্যাটাস (2) ১৩ এপ্রিল ১৯১৯ (3) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ (4) পূর্বে উক্ত সকলেই (5) গ্রান্ড ট্রাঙ্ক রোড (6) গুজরাট কান্দালা (7) 0°C তাপমাত্রায় জল থেকে যাবে (8) কালো অমসৃণ তল (9) কোন ধারায় উল্লেখ নেই (10) ১৯৫১। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button