SSC GD Constable Practice Set 26: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

Staff Selection Commission কতৃক পরিচালিত SSC GD Constable পরীক্ষার ফরম ফিলাপ এখনো চলছে. আর মাত্র কিছুদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, তারা দ্রুত সময় শেষ হওয়ার পূর্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।

আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কেবলমাত্র তাঁদের জন্য আমরা প্রতিদিন একটি করে নতুন স্পেশাল প্র্যাক্টিস সেট সেশনের বন্দোবস্ত করেছি। যে প্র্যাকটিস সেট গুলি আপনাকে আপনার অধিষ্ট লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। আজকে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ২৬ তম প্র্যাকটিস সেট আপলোড করছি। আপনারা দ্রুত নতুন প্র্যাক্টিস সেটে অংশগ্রহণ করুন। 

(১). আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে __ তুলে দিয়েছিলেন?

(i) মোহন সিং (ii) রাসবিহারী বোস (iii) মহেন্দ্র প্রতাপ (iv) হরদয়াল 

(2). ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন__

(i) মহাত্মা গান্ধী (ii) রাসবিহারী বসু (iii) ক্যাপ্টেন মোহন সিং (iv) সুভাষ চন্দ্র  বসু     

(3). আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় কত সালে?

(i) ১০ ই আগস্ট ১৯৪০ (ii) ১ লা অক্টোবর ১৯৩৯  (iii) ১ লা সেপ্টেম্বর ১৯৪২  (iv) ১১ই মে ১৯৪১     

(4). আজাদ হিন্দ ফৌজ প্রথম স্থাপিত হয় কোথায়?

(i) রেঙ্গুন (ii) টোকিও (iii) ব্যাংকক (iv) সিঙ্গাপুর

(5). কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ও স্থানের কৌণিক দূরত্ব__

(i) উত্তর মেরুর সাপেক্ষে (ii) দক্ষিণ মেরুর সাপেক্ষে (iii) পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে (iv) নিরক্ষরেখার সাপেক্ষে  

(6). কোনটি ভারতের প্রাচীন শিলা দ্বারা গঠিত? 

(i) সিন্ধু গঙ্গা সমভূমি (ii) হিমালয় (iii) শিবালিক    (iv) আরাবল্লী 

(7). বায়ু মাধ্যমের শব্দ তরঙ্গ কোনটি?

(i) অনুদৈর্ঘ্য (ii) তির্যক (iii) সমবর্তন (iv) তড়িৎ চুম্বকীয় 

(8). শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়?

(i) তরলে (ii) কঠিনে (iii) শূন্যস্থানে (iv) গ্যাসে 

(9). বেস্ট কেয়ার ব্যাংকিং প্রজেক্ট পুরস্কারটি ২০০৭ সালে কোন ব্যাংক জিতেছে

(i) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (ii) ফেডারেল ব্যাংক (iii) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (iv) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 

(10). ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য বৃদ্ধির ফলে কোন শিল্প সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?

(i) আইটি (ii) ধাতু (iii) ঔষধ (iv) মূলধনী দ্রব্য 

Ans: Ans: (1) রাসবিহারী বোস (2) সুভাষচন্দ্র বসু (3) ১ লা সেপ্টেম্বর ১৯৪২ (4) সিঙ্গাপুর(5) নিরক্ষরেখার সাপেক্ষে (6) আরাবল্লী (7) অনুদৈর্ঘ্য (8) কঠিনে (9) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (10) আইটি।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button