WBPSC Food SI Practice Set 40: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আপনারা যারা WBPSC Food Sub-Inspector পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, কেবল তাদের সুবিধার্থে আমরা প্রতিদিন একটি করে নতুন প্র্যাকটিস সেটের আয়োজন করে চলেছি। এই প্র্যাকটিস সেটগুলিকে আমাদের অভিজ্ঞ টিম মেম্বারদের দ্বারা প্রস্তুত করা হয়। প্র্যাক্টিস সেটে দেওয়া প্রশ্নগুলি আগত West Bengal Public Service Commission Food Sub-Inspector পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই সেল্ফ স্টাডি করার পাশাপাশি, আমাদের দেওয়া এই প্র্যাকটিস সেট গুলিতে প্রতিদিন অংশগ্রহণ করুন এবং সাফল্য পান। 

(1).  বাংলা শেষ স্বাধীন নবাব ছিলেন__

(i) মীর কাসিম  (ii) মীরজাফর :(iii) নজম উদ দৌলা   (iv) সিরাজ উদ দৌলা 

(2). সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে কে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না?

(i) উমিচাঁদ  (ii) মোহনলাল   (iii) ক্লাইভ  (iv) মানিক চাঁদ  

(3). গুরুমুখী বর্ণমালার প্রবর্তক __

(i) গুরু রামদাস   (ii) গুরু অঙ্গদ  (iii) গুরু নানক (iv) গুরু অমর দাস  

(4). ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?

(i) ৮১৩ খ্রি:   (ii) ১৮০৯ খ্রি:  (iii) ১৮১১ খ্রি:  (iv) ১৮০৭ খ্রি: 

(5). ডানকান প্যাসেজ অবস্থিত__

(i) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান  (ii) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর   (iii) আমিনদিভি ও লাক্ষা দ্বীপপুঞ্জ   (iv) আন্দামান-নিকোবর   

(6). আয়তনের হিসেবে ভারতের বৃহত্তম জেলা কোনটি?

(i) লে লাদাখ  (ii) বর্ধমান  (iii) বস্তার  (iv) কচ্ছ

(7). কোন প্রাণী  ফাইলামটি সব থেকে পরের আবিষ্কার হয়েছে?

(i) কাইনোরিঙ্কা    (ii) পোগোনোফোরা   (iii) টিনোফোরা (iv) লরিসিফেরা   

(8). নিন্মে উল্লেখিত ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কোনটি?

(i) টাপলা  (ii) টেরোপাস  (iii) একিডোনা  (iv) লেমুর  

(9). ভারতের সংবিধান কবে স্বাক্ষরিত হয়েছিল?

(i) ২০ ডিসেম্বর ১৯৪৯ (ii) ২৬ শে জানুয়ারি ১৯৫০  (iii) ২৫শে ডিসেম্বর ১৯৪৯ (iv) ২৬ শে নভেম্বর ১৯৪৯  

(10). ভারতের সংবিধান সভার সভাপতি ছিলেন__

(i) রাজেন্দ্র প্রসাদ  (ii) জহরলাল নেহেরু   (iii) সি রাজা গোপালচারি   (iv) বি আর আম্বেদকর  

Ans: (1) সিরাজ উদ দৌলা (2) মোহনলাল, (3) গুরু অঙ্গদ (4) ১৮০৯ খ্রি: (5)দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান (6) কচ্ছ(7) লরিসিফেরা, (8) একিডোনা, (9) ২৬ শে নভেম্বর ১৯৪৯ (10)  রাজেন্দ্র প্রসাদ

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button