WBPSC Clerkship Practice Set 23

 আপনারা যারা আমাদের নিয়মিত পাঠক, তারা নিশ্চয়ই জানেন আমরা সম্পূর্ণ নতুন WBPSC Clerkship Practice Set সেশন শুরু করেছে। ইতি মধ্যেই আমরা PSC Clerkship 2023 পরীক্ষায় ২১ টি প্রাক্টিস সেট আপলোড করেছি. আজ আমরা ২২ তম প্র্যাক্টিস সেটটিকে আপলোড করলাম। আপনারা যারা ইতিমধ্যেই আগের সমস্ত প্রাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে ফেলেছেন, তারা দ্রুত নতুন প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(১).” করেঙ্গা ইয়া মরেঙ্গা” __

(i) খিলাফৎ (ii) অসহযোগ (iii) ভারত ছাড়ো (iv) আইন অমান্য     

(2). ডান্ডি অভিযান কবে থেকে শুরু হয়?

(i) এপ্রিল, ১৯৩০ (ii) মার্চ, ১৯৩০ (iii) জুন, ১৯৩১ (iv) মে, ১৯৩১  

(3). লবণ আন্দোলন ১৯৩০ কোথা হইতে শুরু হয়? 

(i) বরোদা (ii) আমেদাবাদ (iii) ভাবনগর (iv) রাজকোট 

(4). গান্ধীজীর রাজদ্রোহের অভিযোগে কোন সালে 6 বছরের জন্য বন্দী হন?

(i) ১৯২২ (ii) ১৮২০ (iii) ১৯২৬ (iv) ১৯২৩     

(5).  দ্রাঘিমা রেখা থেকে অপর দ্রাঘিমা রেখার সময়ের পার্থক্য কত হয়?

(i) ৪ ঘন্টা (ii) ১০ সেকেন্ড (iii) ৪ সেকেন্ড (iv) ৪ মিনিট     

(6). ভারতের প্রমাণ সময় __ ধরা হয়?

(i) ৮২.৫° পূর্ব দ্রাঘিমা (ii) ৯০° পূর্ব দ্রাঘিমা (iii) ৮০.৫° পূর্ব দ্রাঘিমা (iv) ৭৭° পূর্ব দ্রাঘিমা  

(7). আকাশ নীল রঙের হওয়ার প্রধান কারণ কি?

(i) প্রতিসরণ (ii) প্রতিফল (iii) বিচ্ছুরণ (iv) বিক্ষেপণ 

(8). নিন্মে উল্লেখিত যে প্রাণীর আমাদের মত দৃষ্টি আছে তাহা হইল 

(i) পেঁচা (ii) ছাগল (iii) পায়রা (iv) ঘোড়া

(9). জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ কি?

(i) দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির রূপায়ণ (ii) পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন  (iii) উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন  (iv) গ্রামীণ উন্নয়ন রুপায়ন   

(10). দীর্ঘকালীন কর্ম নিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নক্ত পরিকল্পনাগুলির কোনটিতে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল ?

(i) ষষ্ঠ পরিকল্পনা (ii) পঞ্চম পরিকল্পনা iii) অষ্টম পরিকল্পনা (iv) সপ্তম পরিকল্পনা  

Ans: (1) ভারত ছাড়ো (2) মার্চ , ১৯৩০ (3) আমেদাবাদ (4) ১৯২২ (5) ৪ মিনিট (6) ৮২.৫° পূর্ব দ্রাঘিমা (7) বিক্ষেপণ(8) পেঁচা (9) পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন (10) অষ্টম পরিকল্পনা। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button