SSC GD Constable Practice Set 44: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 44 আপলোড করা হলো। আপনারা যারা ইতিমধ্যেই 43 টি প্রাকটিস সেট দেখে ফেলেছেন, তারা দ্রুত এই নতুন প্রাকটিস সেটটিকে দেখে নিন। ভালো রেজাল্ট করার জন্য, অবশ্যই এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করা প্রয়োজন। কারণ এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করলেই, আপনারা আগত চাকরির পরীক্ষা ভালো ফলাফল করতে পারবেন। তার বেশি কথা না বাড়ি চলুন নতুন প্র্যাকটিস সেটটিকে দেখে নিন। 

(১). সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা ছিলেন__

(i) ইলতুৎমিস (ii) কুতুবউদ্দিন (iii) আলাউদ্দিন  (iv) বলবন 

(2). ইলিয়ট __ কে সুলতানি আমলের আকবর বলেছিলেন?

(i) বলবন (ii) ইলতুৎমিস (iii) ফিরোজ তুঘলক (iv) আলাউদ্দিন খিলজী            

(3). আমির খসরু__এর সভাকবি ছিলেন?

(i) আলাউদ্দিন খিলজি (ii) বলবন (iii) আকবর (iv) গিয়াসউদ্দিন তুঘলক           

(4). রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন কোন সুলতান?

(i) আলাউদ্দিন খিলজি (ii) গিয়াসউদ্দিন বলবন (iii) ফিরোজ তুঘলক (iv) মহম্মদ বিন তুঘলক          

(5). পশ্চিমবঙ্গের __ জেলায় সবচেয়ে বেশি মালভূমি বর্তমান। 

(i) মুর্শিদাবাদ (ii) মেদিনীপুর (iii) বর্ধমান (iv) পুরুলিয়া      

(6). পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত?

(i) কর্কটক্রান্তির নিকট (ii) নিরক্ষরেখার নিকট (iii) আর্কেটিক সার্কেল (iv) মকর ক্রান্তির নিকট            

(7). প্লাস্টিক শিল্পে ব্যবহৃত কথাটি কি?

(i) পলিভিনাইল কার্বনেট (ii) পলিভিনাইল ক্লোরাইড (iii) ফসফোভিনাইল ক্লোরাইড (iv) ফসফরাস ভেনাডিয়াম ক্লোরাইড 

(8).  গ্রাফাইট ও হীরের মধ্যে __ ধর্ম সমান।

(i) আপেক্ষিক পরমাণু ওজন (ii) তড়িৎ পরিবাহিতা  (iii) ঘনত্ব (iv) কেলাস গঠন    

(9). ব্যাংকসমূহ যে জায়গায় পারিপার্শ্বিক দাবী দেওয়া ও লেনদেন মিটিয়ে নেয় তার নাম কি?

(i) ক্লিয়ারিং হাউস (ii) ট্রেজারি (iii) স্টক এক্সচেঞ্জ  (iv) সগ্রহ কেন্দ্র   

(10). ভারতের  ১৪ টি প্রধান বাণিজ্যিক ব্যাংকে __ সালে জাতীয়করণ করা হয়েছিল। 

(i) ১৯৫৩ (ii) ১৯৪৯ (iii) ১৯৭৫ (iv) ১৯৬৯

Ans: (1) ইলতুৎমিস (2) ফিরোজ তুঘলক (3) আলাউদ্দিন খিলজি (4) আলাউদ্দিন খিলজি (5) পুরুলিয়া (6) কর্কটক্রান্তির নিকট (7) পলিভিনাইল ক্লোরাইড (8) কেলাস গঠন(9) ক্লিয়ারিং হাউস (10) ১৯৬৯.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button