ICDS Practice Set 44: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৪, প্রস্তুতি নিতে শুরু করুন 

ICDS Practice Set 44: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৪, প্রস্তুতি নিতে শুরু করুন 

ICDS অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত চাকরিপ্রার্থী প্রস্তুতি নিচ্ছেন, কেবল মাতেও তাদের জন্য আমরা এই সেশনটিকে চালু রেখেছি। এই সেশানের মাধ্যমে আমরা প্রতিদিন একটি করে ICDS Anganwadi helper and workers চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাকটিস সেট আপলোড করে চলেছি। এই প্র্যাকটিস সেট গুলি থেকে পরীক্ষার্থীরা অনেক কমন পাবেন। আর কথা না বাড়িয়ে চলুন, আজকের নতুন ৪৪ তম প্রাক্টিস সেটটিকে দেখে নিন। 

ICDS Practice Set 44

(1). খোদা- ই- খিদমদগারের প্রতিষ্ঠা কে করেন? 

(i) মৌলানা সওকত আলী (ii) স্যার সৈয়দ আহমদ খান (iii) হাকিম আজমল খান (iv) আব্দুল গাফফার খান 

(2).প্যাসিভ রেজিস্ট্যান্স মতবাদের প্রথম প্রবক্তা কে?   

(i) বালগঙ্গাধর তিলক (ii) গোপাল কৃষ্ণ  গোখলে  (iii) বিপিনচন্দ্র পাল (iv) অরবিন্দ ঘোষ       

(3). 1946 সালে ভারতীয় নাবিকগণ কোথায় সমবেত হয়েছিল?

(i) মাদ্রাজ (ii) কলকাতা (iii) বিশাখাপত্তনম (iv) বোম্বাই  

(4). আইন অমান্য আন্দোলনের সময় গাড়ওয়াল সৈন্যদল কোথাকার নিরস্র জনগণের উপর আগুন ধরাতে অস্বীকার করেন?

(i) কানপুর (ii) লখনও (iii) আলমোরা (iv) পেশোয়ার  

(5). সাক্ষরতার হার ভারতে কোন রাজ্যে সর্বোচ্চ?

(i) মহারাষ্ট্র (ii) মিজোরাম (iii) কেরালা (iv) গোয়া     

(6). তপশিলি উপজাতির জনসংখ্যা ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ?

(i) মেঘালয় (ii) মিজোরাম (iii) মনিপুর (iv) অরুনাচল প্রদেশ    

(7). কোনটি ভৌত পরিবর্তন নয়?  

(i) আয়োডিনের সাবলিমেশন (ii) দুধ থেকে গুঁড়ো দুধ তৈরি (iii) মোমবাতির মোমের দহন (iv) চায়ে চিনি গোলা      

(8). একটি ভাসমান বরফের টুকরোর নিচে কত অংশ ডুবে থাকে?

(i) মোট আয়তনের 9/10 অংশ (ii) মোট আয়তনের 9/9 অংশ (iii) মোট আয়তনের 11/12 অংশ (iv) মোট আয়তনের 10/11 অংশ  

(9). AGMARK শব্দটি কিসের সঙ্গে যুক্ত?

(i) ভারতীয় রেল (ii) শিল্প (iii) কৃষি সংক্রান্ত অর্থ (iv) কৃষি দ্রব্য

(10). কৃষি ও গ্রাম উন্নয়ন জাতীয় ব্যাংক অর্থাৎ NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

(i) ১৯৮২ (ii) ১৯৮১ (iii) ১৯৮৪ (iv) ১৯৮৩  

Ans: (1) আব্দুল গাফফার খান (2) অরবিন্দ ঘোষ(3) বোম্বাই (4) পেশোয়ার (5) কেরালা (6) মিজোরাম (7) মোমবাতির মোমের দহন (8) মোট আয়তনের 11/12 অংশ (9) কৃষি দ্রব্য (10) ১৯৮২

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button