আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 20th October 2023, সমস্ত চাকরি পরীক্ষার 100% কমন আসবে

ইতিমধ্যে আপনারা নিশ্চই চাকরির প্রস্তুতি শুরু করে দিয়েছেন? সুতরাং আপনি অবশ্যই Current Affairs এর গুরুত্ব বোঝেন। তাই আপনাদের সুবিদার্থে আমরা প্রতিদিনের current affairs নিয়ে আসি এবং সেটা আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনার প্রত্যেকটি পরীক্ষায় ১০০% কমন আসবে। তাই সেলফ স্টাডি করার সাথে সাথে, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিতে চোখ বুলিয়ে রাখুন। চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে দেখে নেওয়া যাক। 

“Swachch Tyohar, Swasth Tyohar” ক্যাম্পেন কোন রাজ্য সরকার লঞ্চ করল? 

(i) তামিলনাড়ু (ii) উত্তর প্রদেশ (iii) মহারাষ্ট্র (iv) কেরালা

Ans. উত্তর প্রদেশ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা কত শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা?

(i) 4 শতাংশ (ii) 5 শতাংশ (iii) 6 শতাংশ (iv) 7 শতাংশ 

Ans. 4 শতাংশ

কে বিহারে চতুর্থ agriculture road map 2023 – 2024 চালু করলো?

(i) Nitish Kumar  (ii) Draupadi murmu (iii) Rajnath Singh (iv) Amit Shah 

Ans. Draupadi murmu

সম্প্রতি কে মিশন চন্দ্রযান 3 এ কার্যকলাপ ভিত্তিক ওয়েব পোর্টাল ‘ আপনা চন্দ্রযান’ লঞ্চ করলো?

(i) ধর্মেন্দ্র প্রধান (ii) নরেন্দ্র মোদি (iii) এস জয় শংকর (iv) এস সোমনাথ 

Ans. ধর্মেন্দ্র প্রধান

ভারতের সঙ্গে কোন দেশের ফেরি সার্ভিস দীর্ঘ 40 বছর পর ফের চালু হলো?

(i) ভারত পাকিস্তান (ii) ভারত বাংলাদেশ (iii) ভারত শ্রীলংকা (iv) ভারত মালদ্বীপ

Ans. ভারত শ্রীলংকা

উজ্জ্বলা প্রকল্পের সুবিধাবাদীদের কে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করল?

(i) নীতিন গড়করি (ii) যোগী আদিত্যনাথ (iii) মমতা ব্যানার্জি (iv) হিমন্ত বিশ্ব শর্মা

Ans. যোগী আদিত্যনাথ

কোন কেন্দ্রীয় মন্ত্রী ইভি-রেডি ইন্ডিয়া ড্যাশবোর্ড চালু করলেন?

(১) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (২) অনুরাগ ঠাকুর (৩) আর কে সিং (৪) স্মৃতি ইরানি

Ans. আর কে সিং

Maadi শিরোনামে একটি গরবা গান সম্প্রতি প্রকাশ করলেন কে?

(১) এস জয় শংকর (২) রাজনাথ সিং ৩) নরেন্দ্র মোদি (৪) নীতিন গড়করি

Ans. নরেন্দ্র মোদি

One student one student id স্কিম লঞ্চ করল কোন দেশ?

(১) ভারত (২) জাপান (৩) জার্মানি (৪) চীন

Ans. ভারত

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button