31 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আজকে ২০২৩ সালের শেষ দিন। নতুন বছরে  আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতিদিনের মতো আজকেও আমরা 31 December 2023 এর স্পেশাল Current Affairs নিয়ে চলে এলাম। যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ। এই সেশন থেকে আপনারা বিভিন্ন প্রশ্ন অবশ্যই কমন পাবেন। তাই চাকরির পরীক্ষা সকলের থেকে এগিয়ে থাকার জন্য প্রতিদিন দিনের একটি কর্নার টাইমে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করুন। 

ভারতের প্রথম AI শহর হিসেবে কোন শহর গড়ে উঠলো?

(i) লখনউ (ii) পাটনা (iii) শিমলা (iv) রাচি

সম্প্রতি কোথাকার masarat alam faction মুসলিম লীগকে বেআইনি সংগঠন হিসেবে কেন্দ্র ঘোষণা করল?

(i) লাদাখ (ii) জম্মু-কাশ্মীর (iii) পশ্চিমবঙ্গ (iv) সিকিম

সম্প্রতি পাওয়া খবর অনুসারে কোন মহাকাশ সংস্থা 01/01/2024 সালে পোলারমিট্রি মিশন XPoSat চালু করলো?

(i) NASA (ii) ISRO (iii) ESA (iv) SUPER CO

সম্প্রতি অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কি রাখা হলো?

(i) রাম (ii) লক্ষন (iii) সীতা (iv) মহাঋষি বাল্মিকী

সম্প্রতি বোম্বে স্টক এক্সচেঞ্জ এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) বিনোদ কোঠারি (ii) রামরাজন (iii) প্রমোদ আগরওয়াল (iv) অমিত কুমার

প্রথম বিশ্ব নেতা হিসেবে ইউটিউবে ২ কোটি সাবস্ক্রাইবার কে অর্জন করল?

(i) নরেন্দ্র মোদি (ii) জেলেনস্কি (iii) সানা মারিন (iv) জো বাইডেন

সম্প্রতি আলোচনায় থাকা অ্যাঙ্গেলা কবে OPEC এর সদস্য হন?

১) 2005 (২) 2003 (৩) 2010 (৪) 2007

MY BHARAT ক্যাম্পেইন কে লঞ্চ করেছে?

(১) অমিত শাহ (২) নরেন্দ্র মোদি (৩) হরোদ্বীপ সিং পুরি (৪) অনুরাগ ঠাকুর

আর্জেন্টিনা এ লিথিয়াম অনুসন্ধানের অধিকার সুরক্ষিত করার জন্য কোন ভারতীয় সংস্থা জড়িত রয়েছে? 

(i) কাবুল (ii) ভোর কলা (iii) নীতি আয়োগ (iv) ললিত কলা

BISLERI কোম্পানির গ্লোবাল ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) দীপিকা পাডুকোন (ii) তৃপ্তি ডিমরিচ (iii) প্রিয়াঙ্কা চোপড়া (iv) আলিয়া ভাট 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button