WBPSC Food SI Practice Set 37: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আজ আমরা West Bengal Public Service Commission এর Food Sub-inspector পরীক্ষার প্রস্তুতি হেতু 37 তম প্র্যাক্টিস সেট নিয়ে চলে এসেছি। কেবলমাত্র আপনাদের জন্য প্রতিদিন একটি করে স্পেশাল প্র্যাকটিস সেট আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে চলেছি। আপনারা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা প্রতিদিন অন্তত একটি করে হলেও প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). বাংলার কোন নবাব তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদের স্থানান্তরিত করেছিলেন?

(i) সিরাজউদ্দৌলা (ii) মীরকাশীম (iii) আকবর (iv) মুর্শিদকুলি খাঁa

(2). পলাশীর যুদ্ধের সময় কোন সেনা প্রধানকে হত্যা করা হয়েছিল? 

(i) মির্জা হায়দার (ii) মোহনলাল (iii) মীরমদন (iv) মিরন 

(3). পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন__

(i) মোহাম্মদ আলী জিন্না (ii) লর্ড মাউন্টব্যাটেন (iii) মোহাম্মদ শেখ আব্দুল্লাহ (iv) সৈয়দ আমির আলী

(4). অহল্যাবাই __ বংশের ছিলেন?

(i) গায়কোয়াড় (ii) হোলকার (iii) ভোঁসলে (iv) সিন্ধিয়া  

(5). ভারতের হিন্দু পাদ-পাদশাহী __ কার্যকর করতে চেয়েছিলেন  ?  

(i) বালাজি বিশ্বনাথ  (ii) শিবাজী (iii) ভাস্কর পন্ডিত কাভারাত্রি (iv) প্রথম বাজিরাও 

(6). দস্তক ছিল __

(i) একটি মুক্ত ছাড়পত্র  (ii) ক্লাইভদের দ্বারা একটা বই (iii) মোগল সম্রাটের দ্বারা দান (iv) বিনাশুলকে বাণিজ্যের ছাড়পত্র

(7). ১০ ডিগ্রি চ্যানেল পৃথক করে_____কে? 

(i) জাভা ও সুমাত্রা (ii) নিকোবর ও সুমাত্র  (iii) আন্দামান ও নিকোবর (iv) চিনো তাইওয়ান 

(8). কত সালে গঙ্গাজল বন্ধন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ফারাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়?

(i) 1995 সালে (ii) 1996 সালে (iii) 1997 সালে (iv) 1998 সালে

(9). শাক সবজি থেকে প্রধানত পাওয়া যায়__

(i) মিনারেল (ii) ভিটামিন-C (iii) ভিটামিন-A (iv) কার্বোহাইড্রেট

(10). ______ হল একটি অ্যান্টি ভিটামিন ?

(i) ফলিক অ্যাসিড (ii) মিথাইল কোবালামিন (iii) পাইরিথিয়ামিন (iv) বিটা ক্যারোটিন

Ans: (1). মুর্শিদকুলি খাঁ, (2) মীরমদন, (3) মোহাম্মদ আলী জিন্না, (4) হোলকার, (5) প্রথম বাজিরাও, (6) বিনাশুলকে বাণিজ্যের ছাড়পত্র, (7) আন্দামান ও নিকোবর, (8) 1996 সালে, (9) মিনারেল, (10) পাইরিথিয়ামিন

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button