Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Food SI Practice Set 20: ফুড সাব-ইন্সপেক্টর প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

WBPSC Food SI Practice Set 20: ফুড সাব-ইন্সপেক্টর প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
WBPSC Food SI Practice Set 20: ফুড সাব-ইন্সপেক্টর প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
WBPSC Food SI Practice Set 20 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

WBPSC Food SI 2023 নিয়োগে এত দিনের মধ্যে সবথেকে বেশি আবেদন করেছে। প্রায় 13 লক্ষ 35 হাজার চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। সুতরাং এই প্রবেশিকা পরীক্ষাটি যে বেশ কম্পিটিটিভ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা কথামতো প্রতিদিনের ন্যায় আপনাদের প্রস্তুতির সুবিধার্থে WBPSC Food SI Practice Set নিয়ে উপস্থিত হলাম। যা আপনার এই অধিক প্রতিযোগিতা পূর্ণ পরীক্ষাতে বিশেষ স্কোর তৈরি করতে সাহায্য করতে চলেছে। আজকের প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). নিন্মেউল্লেখিত শেষ মৌর্য সম্রাট কে?

(a) বিম্বিসার (b) বাসুদেব (c) বৃহদ্রথ (d) নন্দীবর্ধন

(2). সংস্কৃত সাহিত্যের উৎপত্তি কোন বেদ থেকে?

(a) অথর্ববেদ (b) যজুর্বেদ (c) ঋগবেদ (d) সামবেদ

(3). চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তক ___

(a) লর্ড কর্নওয়ালিস (b) লর্ড হেস্টিংস (c) লর্ড ডালহৌসি (d) লর্ড কার্জন

(4). সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপথটি কোনটি?

(a) রোটাং (b) জোজিলা (c) খাইবার (d) নাথুলা

(5). কে যুগান্তর দলের নেতৃত্ব দিয়েছিলেন?

(a) শচীন্দ্রনাথ সান্যাল (b) যতীন্দ্রনাথ মুখার্জী (c) সুভাষচন্দ্র বসু (d) রাসবিহারী বসু

(6). হিমালয়ের সমান্তরাল শৃঙ্গ গুলির মধ্যে সবথেকে প্রাচীন___

(a) হিমাদ্রি (b) শিবালিক (c) ধুলাধর (d) হিমাচল

(7). সুন্দরবন রামসার সাইট ঘোষিত হয়েছিল__

(a) 1986 (b) 1971 (c) 2021 (d) 2019

(8). মোটর গাড়িতে ব্যবহৃত লুকিং গ্লাস কোন প্রকৃতির?

(a) সমতল আয়না (b) উত্তল আয়না (c) অবতল আয়না (d) কোনটাই নয়

(9). মোবাইল ফোনের সঙ্গে যুক্ত GSM এর ফুল ফর্ম কি?

(a) Geo Station for Mobility (b) Global System for Mobile (c) Geo Satellite for Mobile (d) Global System for Mobility

(10). তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন রাজ্যের সমদ্বয়ের যৌথ প্রচেষ্টায় প্রস্তুত করা হয়েছে?

(a) তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ (b) কেরালা এবং কর্ণাটক (c) অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক (d) তামিলনাড়ু এবং কর্ণাটক

Ans: (1). বৃহদ্রথ, (2) ঋগবেদ, (3) লর্ড কর্নওয়ালিস, (4) নাথুলা, (5) যতীন্দ্রনাথ মুখার্জি, (6) হিমাদ্রি, (7) 2019, (8) উত্তল আয়না, (9) Global System for Mobile, (10) অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here