WBPSC Food SI Practice Set 04 | ফুড এসআই প্রাকটিস সেট 2023

প্রতিদিনের ন্যায় আজও আমরা WBPSC Food Si Practice Set 2023 এর চতুর্থতম সংযোজন নিয়ে উপস্থিত হলাম। এই প্রাকটিস সেট গুলির প্রশ্নপত্র গুলি আসন্ন পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। আপনি যদি কমকরে ১০০ টি প্রাকটিস সেট সঠিক ভাবে প্রাকটিস করতে পারেন, তাহলে আপনার  পরীক্ষার প্রস্তুতি অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে যাবে। এ কথা আমরা হলফ করে বলতে পারি। সুতরাং দুর্দান্তভাবে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের দেওয়া এই প্র্যাকটিস সেট গুলিকে প্র্যাক্টিস করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পল্লবদের রাজধানী কোথায় অবস্থিত ছিল?

(a) কাঞ্জিপুরম (b) থাঞ্জাভুর (c) ভেঙ্গে (d) মাদুরায়

Ans: কাঞ্জিপুরম

ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন?

(a) মৌর্য (b) শক (c) কুষান (d) গুপ্ত

Ans: কুষান

কৃষ্ণদেব রায়ের বিখ্যাত গ্রন্থ ‘অমুক্তমাল্যদ’ কোন ভাষায় রচনা করা হয়েছিল?

(a) কন্নড় (b) তেলেগু (c) তামিল (d) মালায়লম

Ans: তেলেগু

পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র কোনটি?

(a) স্বাতী (b) আলফা সেনটাউরি (c) সাইরাস (d) লুব্ধক

Ans: আলফা সেনটাউরি

গঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত ছিল না?

(a) হরিদ্বার (b) লক্ষ্ণৌ (c) এলাহাবাদ (d) বারানসী

Ans: লক্ষ্ণৌ

নিচের__বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা প্রস্তুত করা হয়েছিল?

(a) TVA (b) AFC (c) DDC (d) কোনোটিই নয়

Ans: TVA

গ্রাব কিসের লার্ভা বলুন?

(a) ক্রাস্টেসিয়া (b) পতঙ্গ (c) স্পঞ্জ (d) বীটল

Ans: পতঙ্গ

ভারতের সবথেকে বড়ো জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটি?

(a) হিন্দুস্থান শিপইয়র্ড, বিশাখাপত্তনম (b) গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা (c)  কোচিন শিপইয়ার্ড, কোচি (d) মার্মা গাঁও ডক, মুম্বাই

Ans: কোচিন শিপইয়ার্ড, কোচি

ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান?

(a) দস্তা (b) লোহা (c) ম্যাগনেসিয়াম (d) অ্যালুমিনিয়াম

Ans: ম্যাগনেসিয়াম

শরীরের কোন পেশীকে ইচ্ছামতো পরিচালনা করা যায়?

(a) সরেখ অনৈচ্ছিক (b) সরেখ ঐচ্ছিক (c) অরেখ অনৈচ্ছিক (d) অরেখ ঐচ্ছিক

Ans: সরেখ ঐচ্ছিক

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button