Home পরীক্ষা প্রস্তুতি WBPSC Food SI Practice Set 33: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

WBPSC Food SI Practice Set 33: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
WBPSC Food SI Practice Set 33: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
WBPSC Food SI Practice Set 33: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আজ আমরা ফুড এসআই প্র্যাকটিস সেশনের ৩৩ তম প্রাক্টিস সেট নিয়ে উপস্থিত হলাম। এই অ্যাডভান্স প্র্যাকটিস সেট গুলিকে আমাদের অভিজ্ঞ টিম মেম্বারদের সাহায্যে প্রস্তুত করা হয়ে থাকে।  WBPSC Food SI এর পরীক্ষা হতে আর খুব বেশি সময় বাকি নেই। আপনারা এখন থেকেই সেলফ স্টাডির পাশাপাশি প্রতিদিন আমাদের দেওয়া অ্যাডভান্স প্র্যাকটিসে সেট গুলিতে অংশগ্রহণ করুন। 

(1). প্রাচীনকালে ভারতে কোন বৈদেশিক শক্তির আক্রমণ ঘটেনি?

(i) দাস বংশ (ii) মেসিডোনিয়া (iii) ব্যাকট্রিয় গ্রিক (iv) পার্থিয়ান  

(2). বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন?  

(i) অগ্নিমিত্র শুঙ্গ (ii) পুরুষমিত্র শুঙ্গ (iii) বাসুদেব কাম্ব (iv) গৌতমীপুত্র সাতকর্ণী

(3). সম্প্রতিকালে মধ্য এশিয়া মাটি খুঁড়ে প্রাচীন বৌদ্ধ ধর্মের চিহ্নগুলো কে আবিষ্কার করেছেন?

(i) মার্শাল (ii) অরেলস্টেইন (iii) দয়ারাম সাহানি (iv) আর.ডি. ব্যানার্জি

(4). চীনা পর্যটক ইউয়েন  সাং ভারতে আসেন যার শাসন কালে, তিনি হলেন____ ?

(i) অশোক (ii) হর্ষবর্ধন (iii) প্রথম কুলোতুঙ্গ (iv) সমুদ্রগুপ্ত

(5). ‘কাদম্বরী’ -র রচয়িতা কে?  

(i) ক্ষেমেন্দ্র (ii) কলহন (iii) ভবভূতি (iv) বানভট্ট

(6). কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত?

(i) রামশরণ শর্মা  (ii) বিপানচন্দ্র (iii) সতীশ চন্দ্র (iv) অমলেশ ত্রিপাঠি

(7). ‘সবুজ বিপ্লব’ প্রথমে কোথায় ঘটেছিল? 

(i) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু (ii) পাঞ্জাব ও হরিয়ান  (iii বিহার ও পশ্চিমবঙ্গ (iv) গুজরাট ও মহারাষ্ট্র

(8). সমপর্যায়ে ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থা গুলির সাহায্যে ক্ষুদ্রঋণ প্রকল্প পরিচালনার জন্য শীর্ষ সংস্থাটি কি? 

(i) আঞ্চলিক গ্রামীণ ব্যাংক (ii) কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক  (iii) ভারতীয় স্টেট ব্যাংক (iv) গ্রামীণ ব্যাংক 

(9). উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?

(i) নাইট্রোজেন (ii) কার্বন ডাই অক্সাইড (iii) হাইড্রোজেন (iv) লিওন 

(10). 3 – 5% পরিমাণ যে পদার্থ দিয়ে রবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানিজেশন বলে তা হল?

(i) গন্ধক (ii) পটাশিয়াম পারম্যাঙ্গানেট (iii) ন্যাপথলিন (iv) চুন

Ans: (1). দাস বংশ, (2) পুরুষমিত্র শুঙ্গ, (3) অরেলস্টেইন, (4) হর্ষবর্ধন, (5) বানভট্ট, (6) রামশরণ শর্মা, (7) পাঞ্জাব ও হরিয়ান, (8) কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক, (9) হাইড্রোজেন, (10) গন্ধক.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here