SSC GD Constable Practice Set 14: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 14: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

যে সমস্ত চাকরি প্রার্থী SSC GD Constable 2023 পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন, তাদের জন্য অনেক শুভকামনা রইল। আপনাদের জন্য আমরা, প্রতিদিন একটি করে নতুন প্র্যাকটিস সেটের বন্দোবস্ত করে চলেছি। একটা সেট গুলি কমন যোগ্য বেশ কয়েকটি প্রশ্নের সম্ভারে প্রস্তুত করা হচ্ছে। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করেন, তাহলে আগত SSC GD Constable 2023 পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কমন পেতে পারেন। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন, আজকেরের প্র্যাকটিস সেটাটিকে দেখে নিন। 

SSC GD Constable Practice Set 14

(1). ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কালীন সভাপতি কে ছিলেন?

(i) এস এন ব্যানার্জি (ii) ডব্লিউ সি ব্যানার্জি (iii) এ ও হিউম (iv) জি কে গোখলে      

(2). নিচে উল্লেখিত কারা প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন? 

(i) এম কে গান্ধী (ii) তেজ বাহাদুর সাপ্রু (iii) এস সি বোস (iv) আবুল কালাম আজাদ      

(3). ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল, তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

(i) জওহরলাল নেহেরু (ii) মৌলানা আবুল কালাম আজাদ (iii) জে বি কৃপালিনী (iv) রাজেন্দ্র প্রসাদ  

(4). কোন বছর জাতীয় কংগ্রেসের মন্ত্রিসভা প্রদেশ গুলিতে সমস্ত কাজ শুরু করে?

(i) 1930 (ii) 1937 (iii) 1938 (iv) 1948        

(5). ভারতীয় জনগণনা অনুসারে মৌজা কি?

(i) খাজনা গ্রাম (ii) কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক (iii) ছোট থানা (iv) উপরে উল্লেখিত কোনটাই নয়        

(6). জনসংখ্যা এবং এলাকার ভিত্তিতে ভারতের সবথেকে বৃহত্তম নগরপুঞ্জ কোনটি?

(i) দিল্লি (ii) মুম্বাই (iii) চেন্নাই (iv) কোলকাতা

(7). পুকুর বা হ্রদের জল যখন বরফে পরিণত হওয়া শুরু করে, তখন নিজের জলের তাপমাত্রা কত থাকে?

(i) 4° সেলসিয়াস এর কম (ii) 4° সেলসিয়াস এর বেশী (iii) 4° সেলসিয়াস (iv) 0° সেলসিয়াস

(8). আমরা যখন হাতের সাহায্যে বস্তু উপরের দিকে তুলি, তখন কোন ধরনের লিভারের মতো কাজ করে?

(i) দ্বিতীয় শ্রেণীর লিভার (ii) প্রথম শ্রেণীর লিভার  (iii) সরল যন্ত্র (iv) তৃতীয় শ্রেণীর লিভার 

(9). সবুজ বিপ্লবের জন্য যে বিষয় গুলিতে ভারতীয় কৃষকরা নির্ভরতা গড়ে তুলেছে __

(i) কৃত্তিমসার ও কীটনাশক (ii) মেশিন (iii) পরিপূরক দ্রব্যের লভ্ভতা (iv) আদিবাসী 

(10). বিশ্ব সবুজ বিপ্লব কার সাথে যুক্ত?

(i) পরিবেশগত ভারসাম্য (ii) অরণ্যবিন্যাস (iii) অঙ্কনে সবুজ রংটি বারবার ব্যবহার করা (iv) কৃষিজাতপণ্য উৎপাদন

Ans: (1) ডব্লিউ সি ব্যানার্জি (2) তেজ বাহাদুর সাপ্রু (3) জে বি কৃপালিনী (4) 1937 (5) খাজনা গ্রাম (6) মুম্বাই (7) 4° সেলসিয়াস (8) তৃতীয় শ্রেণীর লিভার (9) কৃত্তিমসার ও কীটনাশক (10) কৃষিজাতপণ্য উৎপাদন.

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button