Home পরীক্ষা প্রস্তুতি SSC GD Constable Practice Set 09: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 09: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

0
SSC GD Constable Practice Set 09: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন
SSC GD Constable Practice Set 09: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable এর 10ম তম প্রাকটিস সেট নিয়ে চলেছে আসলাম। এই প্রাকটিস সেট গুলিতে যে প্রশ্ন গুলি দেওয়া হয়েছে, সেগুলি সামনের চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পরট্যান্ট। কমন আসার সম্ভাবনা প্রবল। তাই প্রতিদিন আমাদের এই প্র্যাক্টিস সেট গুলিতে চোখ বুলিয়ে রাখুন। 

(1). স্বামী বিবেকানন্দ রচিত বইটি হল?

(i) কথামালা (ii) কথামৃত (iii) এ নেশন ইন মেকিং (iv) বর্তমান ভারত   

(2). সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন কে?

(i) রাজা রামমোহন রায় (ii) দয়ারাম সরস্বতী  (iii) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (iv) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর   

(3). ভারত সেবা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

(i) এম জি রানাডে (ii) জি কে গোখলে (iii) ভি ডি সভারকর (iv) বি জি তিলক    

(4). হিন্দু মজদুর সংঘ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? 

(i) ভি বি প্যাটেল (ii) এন এম জোশি (iii) দাদাভাই নওরোজি (iv) জি এল নন্দ    

(5). সবুজ বিপ্লব সমিতি কোথায় ছিল?

(i) মহারাষ্ট্রের তুলা চাষে (ii) পশ্চিমবঙ্গের ধান চাষে (iii) অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে (iv) পাঞ্জাব হরিয়ানায় গম চাষে    

(6). সামাজিক বনসৃজন কার্য মূলত__

(i) জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ (ii) ইউক্যালিপটাস রোপন (iii) বনের সম্পদ বিক্রয়   (iv) উপরোক্ত প্রতিটিই   

(7).  ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণের অনুসূচি অনুযায়ী, রাইনোসেরস ইন্ডিকা কোন শিডিউল  অন্তর্ভুক্ত?

(i) শিডিউল-2 (ii) শিডিউল- 1 (iii) শিডিউল-3 (iv) কোনও শিডিউল ভুক্ত নয় 

(8). কোন উদ্ভিদের কান্ডের অন্তগঠন দেখা যায়, সেটা হল তাহার__

(i) C4 আবর্ত (ii) C3 আবর্ত (iii) C3 এবংC4 আবর্ত (iv) C2 আবর্ত      

(9). কোন দশকে ভোটদানের ন্যূনতম বয়স ভারতে ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়?

(i) ১৯৭০ এর দশক (ii) ১৯৬০ এর দশক (iii) ১৯৯০ এর দশক (iv) ১৯৮০ এর দশক    

(10). সংবিধানের কত তম সংশোধনির মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে?

(i) 73 (ii) 56 (iii) 76 (iv) 74  

Ans: (1) বর্তমান ভারত  (2) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, (3)  জি কে গোখলে (4) জি এল নন্দ (5) পাঞ্জাব হরিয়ানায় গম চাষে, (6) উপরোক্ত প্রতিটিই (7) শিডিউল-2 (8) C4 আবর্ত, (9) ১৯৮০ এর দশক, (10) 73. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here