Home পরীক্ষা প্রস্তুতি SSC GD Constable Practice Set 02: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 02: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

0
SSC GD Constable Practice Set 02: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন
SSC GD Constable Practice Set 02: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আমরা কথা মত আজকেও SSC GD Constable পরীক্ষার জন্য অনুষ্ঠিত Practice Set সেশানের দ্বিতীয়তম আর্টিকেল নিয়ে চলেছে এলাম। এই সমস্ত আর্টিকেল গুলি আপনার আগত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এই প্র্যাকটিস সেট গুলিতে দেওয়া প্রশ্ন গুলি অনেক রিসার্চ করার পরে প্রদান করা হচ্ছে। তাই এই প্রশ্নগুলির থেকে SSC GD Constable 2023 পরীক্ষায় কমন পাওয়া যেতে পারে। তাই নিজের সেল্ফ স্টাডির পাশাপাশি, প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

SSC GD Constable 2023 এর নতুন সিলেবাস

(1). গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ পন্ডিত কাকে বলা হয়?

(i) বান (ii) ভট্ট (iii) বানভট্ট (iv) চরক

(2) প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ কে ছিলেন?

(i) আর্যভট্ট (ii) ভবভূতি (iii) কলহন (iv) রুদ্রসেন

(3). কত খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয়েছিল?

(i) 1605 (ii) 1707 (iii) 1757 (iv) 1556

(4). তিতুমীর কে ছিলেন?

(i) ওয়াহাবি আন্দোলনের নেতা (ii) ফরাজি আন্দোলনের নেতা (iii) নীল বিদ্রোহের নেতা (iv) সিপাহী বিদ্রোহের নেতা

SSC GD এর জন্য সব থেকে ভালো বইয়ের লিস্ট

(5). ‘এশিয়াটিক সোসাইটি’ কোন ইংরেজ প্রতিষ্ঠা করেন?

(i) স্যার উইলিয়াম জোন্স (ii) লর্ড ওয়েলেসলি (iii) হেস্টিংস (iv) লর্ড মিন্টো

(6). ভারতের কোন রাজ্যটি আগে NEFA নামে পরিচিত ছিল?

(i) মনিপুর (ii) নাগাল্যান্ড (iii) অরুণাচল প্রদেশ  (iv) অসম

(7). জিন প্রযুক্তিভাবে সৃষ্ট পৃথিবীর প্রথম হরমোন কোনটি?

(i) টেস্টোস্টেরন (ii) ইস্ট্রোজেন (iii) ইনসুলিন (iv) থাইরক্সিন  

(8). প্রকৃতিতে সব মিলিয়ে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে?

(i) 18 (ii) 20 (iii) 25 (iv) 35

(9). লোকসভায় নির্বাচিত হতে গেলে একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম কত বছর বয়স হতে হয়?

(i) 18 (ii) 20 (iii) 25 (iv) 35 

(10). দুটি সংখ্যার অন্তরফল 15 এবং এদের বর্গমূলের অন্তরফল 1 হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে?

(i) 81 (ii) 49 (iii) 25 (iv) 36

Ans: (1) চরক, (2) আর্যভট্ট, (3) 1556, (4) ওয়াহাবি আন্দোলনের নেতা, (5) মোহাম্মদ আলী জিন্নাহ, (6) অরুণাচল প্রদেশ, (7) ইনসুলিন, (8) 20, (9) 25, (10) 49.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here