আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 27th October 2023, সমস্ত চাকরি পরীক্ষার 100% কমন আসবে

প্রতিদিনের ন্যায় আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশন নিয়ে উপস্থিত হলাম। আজ আমরা এই নিবন্ধের মাধ্যমে 26 শে অক্টোবরে ঘটে যাওয়া ইম্পরট্যান্ট ইভেন্ট গুলিকে আলোচনা করব। যে ইভেন্ট গুলি যেকোনো competitive exam এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আর কথা না বাড়িয়ে চলুন 27th October 2023 এর Current Affairs দেখে নেওয়া যাক। 

*সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের (EU) মধ্যে অনুষ্ঠিত নৌ সৈনিক অভ্যাস কোথায় অনুষ্ঠিত হলো?

(i) Gulf of Guinea (ii) Gulf of Aden(iii) Persian Gulf of (iv) Gulf of Mannar

Ans. Gulf of Guinea

ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই প্রথমবারের জন্য নৌ সৈনিক অভ্যাস অনুষ্ঠিত হলো। 

*সম্প্রতি আমেরিকার প্রতিনিধি সভার স্পিকার হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) Kevin MaCarthy (ii) Mike Johnson (iii) Chris Hipkins (iv) Daniel Noboa

Ans. Mike Johnson

Global pension index 2023 এ ভারত কত তম স্থানে অবস্থান করছে?

(i) 39 (ii) 41 (iii) 43 (iv) 45

Ans. 45

এশিয়ান প্যারা গেমস 2023 কোন দেশে অনুষ্ঠিত হলো?

(i) নেদারল্যান্ড (ii) চিন (iii) ভারত (iv) অস্ট্রেলিয়া  

Ans. চিন

এশিয়ান প্যারা গেমস 2023 এ সিদ্ধার্থ বাবু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

(i) football (ii) badminton (iii) shooting (iv) table tennis 

Ans. shooting

37 তম national games ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হলো?

(i) গুজরাট (ii) কেরালা (iii) মহারাষ্ট্র (iv) গোয়া

Ans. গোয়ার পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

৩৮ তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডে। ৩৬ তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে। 

সম্প্রতি ফ্রান্সের সংস্থা Airbus এরো স্পেস এডুকেশন প্রোমোটের জন্য ভারতের কোন প্রতিষ্ঠানের সঙ্গে MU স্বাক্ষর করলো?

(১) IIT Kanpur (২) IIT Kharagpur (৩) IIT Roorkee (৪) IIT New Delhi

Ans. IIT Kanpur

সম্প্রতি কোন দেশ মিডিয়াম রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল ‘গৌরী’ সফল ভাবে টেস্ট করলো?

(১) ইরান (২) ইরাক (৩) পাকিস্তান (৪) ওমান

Ans. পাকিস্তান

সম্প্রতি চর্চায় থাকা, “জমরানি বাঁধ বহুদেশীয় পরিযোজনা” কোন রাজ্যে অবস্থিত?

(১) উত্তরাখন্ড (২) রাজস্থান (৩) পাঞ্জাব (৪) হিমাচল প্রদেশ 

Ans. উত্তরাখন্ড

উত্তরাখণ্ডের নৈনিতাল শহরে গোলা নদীর উপর এই বাঁধ গড়ে উঠেছে। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরীযোজনাটিকে PM কৃষি সেচাই যোজনার অন্তর্গত করায় জমরানি বাঁধ বহুদেশীয় পরিযোজনা চর্চায় রয়েছে। 

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের 7ম অধিবেশন কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?

(১) গোয়া (২) নিউ দিল্লি (৩) রাজস্থান (৪) লাদাখ

Ans. নিউ দিল্লি (Theme – Global digital innovation)

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button