WBPSC Food SI Practice Set 15 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

আজকে আমরা WBPSC Food SI Practice Set 15 নিয়ে উপস্থিত হলাম। যে সমস্ত চাকরি প্রার্থী ডব্লিউবিপিএসসি ফুড এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এই প্র্যাক্টিস সেট গুলি বিশেষ উপকারী প্রমাণিত হবে। কারণ এই প্র্যাকটিস সেট গুলিকে বিগত বছরে আসা প্রশ্ন এবং চলতি বছরে আসতে পারে এমন প্রশ্নের উপর নির্ভর করেই তৈরি করা হচ্ছে। সুতরাং, নিজের প্রস্তুতিকে অত্যন্ত শক্তিশালী করার জন্য প্রতিদিন এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।  

(1) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি__

(a) এলান অক্টাভিয়ান ভিউম (b) দাদাভাই নৌরজি (c) বদরুউদ্দিন তৈয়বাজি (d) ফিরোজ শাহ মেহতা

(2) হরিজন এবং ইয়ং ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে?

(a) আম্বেদকর (b) জওহরলাল নেহেরু (c) সুভাষচন্দ্র বসু (d) মহাত্মা গান্ধী

(3) কার্বনের কঠিন-তম রূপ কোনটি?

(a) গ্রাফাইট (b) কোক (c) ডায়মন্ড (d) কোনোটিই নয়

(4) অপ্রত্যক্ষ কর নয় কোনটি?

(a) এক্সসাইজ ডিউটি (b) বিক্রয়কর (c) এক্সপেন্ডেচার ডিউটি (d) কাষ্টমস ডিউটি

(5) ভেক্টর রাশি নয় কোনটি?

(a) বল (b) কার্য (c) বেগ (d) টর্ক

(6) ISBN নম্বরের মোট সংখ্যার পরিমান__

(a) 13 (b) 11 (c) 17 (d) 15

(7) পেরুর রাজধানী কোনটি ?

(a) লিমা (b) বাকু (c) দোহা (d) কায়রো

(8) বালুরঘাট কোন জেলার সদরদপ্তর?

(a) দক্ষিণ দিনাজপুর (b) উত্তর দিনাজপুর (c) কোচবিহার (d) মালদা

(9) ভারতে ‘অর্থনৈতিক সংস্কার’ কর্মসূচি কোন সালে অনুষ্ঠিত হয়?

(a) 1990 (b) 1989 (c) 1992 (d) 1991

(10) হ্যারিপটার কে রচনা করেছিলেন?

(a) জেরোম কে জেরোম (b) জে কে রাওলিং (c) লিও টলস্টয় (d) ওয়ালটার স্কট

Ans: (1) এলান অক্টাভিয়ান ভিউম, (2) মহাত্মা গান্ধী, (3) ডায়মন্ড, (4) এক্সপেন্ডেচার ডিউটি, (5) কার্য, (6) 13 , (7) লিমা, (8) দক্ষিণ দিনাজপুর, (9) 1991, (10) জে কে রাওলিং।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button