Home পরীক্ষা প্রস্তুতি ICDS Anganwadi Practice Set 14: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ICDS Anganwadi Practice Set 14: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
ICDS Anganwadi Practice Set 14: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
ICDS Anganwadi Practice Set 14: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ICDS Anganwadi & Workers এর ফরম ফিলাপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আশা করা হচ্ছে ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের শুরুর দিকে এর ফর্ম বেরোবে। বর্তমানে এই চাকরি পেতে গেলে অনেক নিখুঁত ভাবে পড়াশোনা করতে হবে। আমরা সেই সমস্ত বিষয় মাথায় রেখে প্রতিদিন একটি করে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিসের প্রস্তুত করে চলেছি। আপনারা আপনাদের সেল্ফ স্টাডি সাথে সাথে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটটি অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে আরো উন্নত করে তুলুন। 

(1). নন্দবংশের প্রতিষ্ঠাতা কে?

(i) মহাপদ্মনন্দ (ii) নাগদশক (iii) ধননন্দ  (iv) কালাশোক   

(2). ভারতের ইতিহাসে কে ‘কুনিক’ নামে পরিচিত?

(i) বিম্বিসার (ii) অজাত শত্রু (iii) বিন্দুসার (iv) অশোক

(3). মগদের প্রধান রাজধানী?

(i) পাটলিপুত্র (ii) কাশি (iii) বৈশালী (iv) রাজগৃহ 

(4). মগধের কোন শাসক ‘সেনিয়া’ নামে পরিচিত?

(i) বিম্বিসার (ii) অজাতশত্রু (iii) চন্দ্রগুপ্ত মৌর্য (iv) মহাপদ্ম নন্দ  

(5). আলেকজান্ডার ভারতে ছিলেন?

(i) 16 মাস  (ii) 24 মাস (iii) 19 মাস (iv) 21 মাস 

(6). আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন?

(i) সিন্ধু (ii) ঝিলাম (iii) রবি (iv) ইরাবতী

(7). ভারতের কৃষি ক্ষেত্রের অধিক অংশে এই বৈশিষ্ট্য দেখা যায়

(i) ক্ষুদ্রায়তন কৃষি জোত  (ii) ধণতান্ত্রিক কৃষি   (iii) সমবায় কৃষি জোত (iv) বৃহদায়তন কৃষি জোত 

(8). ভূমি সংস্কার মূলত এদের অর্থনৈতিক উন্নতিসাধন করেছে_

(i) কৃষি শ্রমিক (ii) বর্গাদার শ্রেণী (iii) ক্ষুদ্র চাষী (iv) সমবায় চাষী

(9). সিগারেটের লাইটারে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়?

(i) অক্সিজেন (ii) হাইড্রোজেন (iii) বিউটেন (iv) নাইট্রোজেন

(10). আবহাওয়া মণ্ডল অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়?

(i) পারাক্সিঅ্যাসাইল নাইট্রেট (ii) নাইট্রোজেন মনোক্সাইড (iii) আল্ট্রাভায়োলেট রশ্মি (iv) হাইড্রোকার্বন 

Ans: (1) মহাপদ্মনন্দ, (2) অজাত শত্রু, (3) রাজগৃহ, (4) বিম্বিসার, (5) 19 মাস, (6) ঝিলাম, (7) ক্ষুদ্রায়তন কৃষি জোত, (8) নগর, (9) ক্ষুদ্র চাষী (10) পারাক্সিঅ্যাসাইল নাইট্রেট। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here