28 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

28 December 2023 এর Current Affairs নিয়ে চলেছে এলাম। সরকারি চাকরির পরীক্ষার জন্য অন্যতম প্রধান আর গুরুত্বপূর্ণ টপিক এটা। প্রতিটি চাকরির পরীক্ষায় Current Affairs থাকবেই থাকবে। আমরা যে Current Affairs গুলি আপনাদের প্রদান করছি, আপনারা সেখান থেকে ১০০% প্রশ্ন কমন পাবেন। তাই সময় নষ্ট না করে প্রতিদিন এই current affairs গুলিতে চোখ বুলিয়ে রাখুন। 

সম্প্রতি কে হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমী পুরস্কার 2023 পেলো?

(i) নিলাম শরণ (ii) সঞ্জীব (iii) বিজয় ভর্মা (iv) সাদিকা নবাব

সম্প্রতি কে ইংরেজি ভাষার জন্য সাহিত্য একাডেমী পুরস্কার 2023 পেলো?

(i) নিলাম শরণ গৌরী (ii) স্বর্ণজিৎ সাভি (iii) বিজয় ভর্মা (iv) সাদিকা নবাব

সম্প্রতি কে বাংলা ভাষার জন্য সাহিত্য একাডেমী পুরস্কার 2023 পেলো?

(i) অরুণ রঞ্জন মিশ্র (ii) স্বর্ণজিৎ সাভি (iii) স্বপ্নময় চক্রবর্তী (iv) গজেন্দ্র সিং রাজ পুরোহিত

সম্প্রতি কে জিতলো BBC sports personally of the Year 2023 award?

(i) মেরি ইয়ারপস (ii) ক্রিশ্চিয়ানো রোনাল্ড (iii) কাইলিয়ান এমবাপে (iv) বেথ মিড

Khelo India Youth Games 2024 ভারতের কোন রাজ্যে হোস্ট করতে চলেছে?

(i) তামিলনাড়ু (ii) গোয়া (iii) গুজরাট (iv) অন্ধ্রপ্রদেশ

সম্প্রতি who তে “Neglected Tropical Disease” তালিকায় কোন রোগকে অন্তর্ভুক্ত করা হলো?

(i) Afru (ii) Noma (iii) Cflu (iv) Nemo

কোন ক্রিকেটার অর্জুন পুরস্কার ২০২৩ পেলেন?

১) রোহিত শর্মা (২) শুভমান গিল (৩) মোহাম্মদ সামি (৪) কে এল রাহুল

NCRB 2022 তালিকা অনুসারে ভারতের কোন শহর খাদ্য ভেজালের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে?

(১) চেন্নাই, তামিলনাড়ু (২) কলকাতা, পশ্চিমবঙ্গ (৩) হায়দ্রাবাদ, তেলেঙ্গানা (৪) মুম্বাই,  মহারাষ্ট্র

Central tribal University কোন রাজ্যে তৈরি করা হবে? 

(i) উত্তর প্রদেশ (ii) মহারাষ্ট্র (iii) তামিলনাড়ু (iv) তেলেঙ্গানা

Hurun India top 100 under 30 list 2023 এর শীর্ষস্থানে অবস্থান করছে __

(i) আদিত পালিচা (ii) কৈবল্য বোহরা (iii) রায়ান রায় (iv) A ও B 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button