Food SI Practice Set 70: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৭০, প্রস্তুতি নেওয়া শুরু করুন

দেখতে দেখতে আজকে আমরা Food Sub Inspector এর 70 তম প্র্যাক্টিস সেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে যারা ৬৯ টি প্র্যাকটিস সেট দেখে ফেলেছেন, তাদেরকে ৭০ তম প্র্যাকটিস সেটে দ্রুত চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই প্র্যাকটিস সেট গুলি ইতিমধ্যেই অনেক প্রশংসা পেয়েছে। তাই আপনারা যদি নিয়মিত এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করতে পারেন, তাহলে আপনার পরীক্ষায় পাশ করার পথ অনেকটাই সুগম হবে। 

(1). “স্বরাজ আমার জন্মগত অধিকার “- এটি কার উক্তি?

(i) অরবিন্দ ঘোষ (ii) লালা লাজপত রাই (iii) বালগঙ্গাধর তিলক (iv) নেতাজি সুভাষচন্দ্র বসু   

(2). জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল __

(i) ১৯০৬ লাহোর (ii) ১৯০৬ অমৃতসর (iii) ১৯১৯ অমৃতসর (iv) ১৯১৯ করাচি   

(3) বঙ্গভঙ্গ কবে রদ হয়?

(i) ১৯০৯ সালে (ii) ১৯০৭সালে (iii) ১৯১৪ সালে (iv) ১৯১১ সালে  

(4). গোলটেবিল বৈঠক(লন্ডন) গান্ধিজী কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কোন সালে?

(i) ১৯৩১ (ii) ১৯৩০ (iii) ১৯৩৩  (iv) ১৯৩২

(5). বেকারো ইস্পাত কারখানা __ দেশের যৌথ উদ্যোগে স্থাপিত?

(i) ব্রিটেন (ii) আমেরিকা (iii) সোভিয়েত ইউনিয়ন (iv) ফ্রান্স

(6). ভারতের সর্ববৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটি?

(i) হিন্দুস্তান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম (ii) গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলিকাতা (iii) কোচিন শিপইয়ার্ড, কোচি (iv) মাজাগাও ডক,মুম্বাই 

(7). বিশুদ্ধ জলে লবন মিশালে জলের স্ফুটনাঙ্ক __ হবে

(i) কমবে (ii) বাড়বে (iii) একই থাকবে (iv) কোনোটিই নয় 

(8). কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যখন যখন সাদা রং যায়, তখন কি ধরনের বর্ণ প্রতিফলিত হয়?

(i) লাল (ii) নীল (iii) বেগুনি (iv) কমলা   

(9). দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান পরিকল্পনা কি?

(i) ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে (ii) গ্রামীণ উন্নয়ন (iii) ভোগ পণ্যদ্রব্য উৎপাদন শিল্প (iv) বৈদেশিক  বাণিজ্য    

(10). একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় __ বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

(i) ৯% অর্থনৈতিক বৃদ্ধি (ii) ১১% অর্থনৈতিক বৃদ্ধি  (iii) ৮% অর্থনৈতিক বৃদ্ধি (iv) ১০% অর্থনৈতিক বৃদ্ধি     

Ans: (1) বালগঙ্গাধর তিলক (2) ১৯১৯ অমৃতসর (3) ১৯১১ সালে (4) ১৯৩১ (5) সোভিয়েত ইউনিয়ন (6) কোচিন শিপইয়ার্ড, কচি (7) বাড়বে (8) বেগুনি (9) ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে (10) ৯% অর্থনৈতিক বৃদ্ধি. 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button