ICDS Anganwadi Practice Set ২৮: হাতে বেশী সময় নেই, দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Anganwadi Practice Set ২৮: হাতে বেশী সময় নেই, দ্রুত প্রস্তুতি শুরু করুন 

রাজ্যে খুব তাড়াতাড়ি অধিক সংখ্যক ICDS Anganwadi Worker and Helper নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যে কিছু কিছু করে বিভিন্ন জেলায় নিয়োগ শুরু হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে ২০২৪ এর শুরুর দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই হাতে আর খুব বেশি সময় অবশিষ্ট নেই। তাই এখন থেকেই এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিন। 

(1). কে পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন?

(i) ডালহৌসি (ii) এলগিন (iii)মল (iv) মিন্টো 

(2). স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাশ করেন কে?

(i) লর্ড  রিপন (ii) লর্ড মেয়ো (iii) লর্ড ডাফরিন (iv) লর্ড বেন্টিঙ্ক,

(3). রেগুলেটিং আইন __ পাশ করেছিলেন?

(i) কোম্পানি সরকার (ii) বেঙ্গল কাউন্সিল (iii) প্রিভি কাউন্সিল (iv) ব্রিটিশ পার্লামেন্ট  

(4). ১৮৭৮ সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন কে?

(i) লর্ড লিটন (ii) লর্ড রিপন (iii) লর্ড কার্জন (iv) লর্ড মিন্টো

(5). বোম্বে হাই অবস্থিত কোথায়?

(i) আরব সাগরের উপকূলে মুম্বাইতে (ii) খাম্বাত উপসাগর (iii) তাপ্তির মোহনাতে (iv) মহারাষ্ট্রের লাভা মালভূমিতে 

(6). গ্রামীণ এলাকার শক্তির প্রধান উৎস কোনটি?

(i) কেরোসিন তেল (ii) বায়োগ্যাস (iii) জলবিদ্যুৎ (iv) কাঠ

(7). কাছের দৃষ্টি সম্পন্ন ক্রটি কিভাবে ঠিক করা যাবে?

(i) অবতল লেন্সের দ্বারা (ii) উত্তল লেন্সের দ্বারা (iii) অভিসারী লেন্সের দ্বারা (iv) ওপরের কোনোটিই নয়   

(8). কলসপত্রী উদ্ভিদ কোনটি?

(i) পর ভোজী (ii) স্বভোজি (iii) ব্যাকটেরিয়া (iv) পতঙ্গভুক্ত

(9 সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত?

(i) ৬০ বৎসর (ii) ৫৮ বৎসর (iii) ৬৫ বৎসর (iv) কোন ঊর্ধ্ব বয়স সীমা নাই

(10). ভারতীয় সংবিধানের সর্বোচ্চ পর্যায়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ কে করেন?

(i) রাষ্ট্রপতি (ii) পার্লামেন্ট( সংসদ) (iii) সুপ্রিম কোর্ট (iv) লোকসভা অধ্যক্ষ 

Ans: (1) ডালহৌসি (2) লর্ড  রিপন (3) ব্রিটিশ পার্লামেন্ট (4) লর্ড রিপন (5) আরব সাগরের উপকূলে মুম্বাইতে (6) বায়োগ্যাস (7) অবতল লেন্সের দ্বারা (8) পতঙ্গভুক্ত (9) ৬৫ বৎসর (10) সুপ্রিম কোর্ট। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button